Rupe Gandhe Samaj O Samajtantre লেখক : প্রীতিময় চক্রবর্তী পৃষ্ঠা : 216 ‘যা খুশি তাই’-এর সর্বসম্মতি লিখেছেন প্রীতিময় চক্রবর্তী। নিজের নামই নিজে নষ্ট করেছেন অশেষ ভালোবেসে। যাকে পেয়েছেন তাকেই, হ্যাঁ, তাকেই আক্রমণ করেছেন সর্বনেশে। যেমনভাবে পূর্ণিমায় পাতার করাতে চাঁদ ছিন্নভিন্ন হয়। এ এক আজব দুনিয়াদারি। ধরা যেতে পারে তিনি চিন বিশেষজ্ঞ না হলেও তিনি মানুষ-বিশেষজ্ঞ তো বটেই। আর সঙ্গে রেখেছেন ক্ষুরধার কলম | কলম তো নয়, যেন অজিতেশ বন্দ্যোপাধ্যায় মঞ্চে উঠেছেন। যেন ‘৭০-এর দশক উঠে এসেছে। যেখানে উত্তম-সুচিত্রা-মান্না দে-সন্ধ্যা সবাই একাকার হয়ে যায়। প্রীতিময় হলেন সেই গদ্যর অধিকারী, যেখানে কেউ না কেউ তাকিয়ে থাকেন বা অপেক্ষায় থাকেন তাঁর গদ্যর জন্য। সুনীল গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, ‘সর্বনাশটুকু থাক বাকি সব চুপ।’ সেই গদ্যর স্পর্শই লেগে আছে প্রীতিময়ের নানা রকমের গদ্য ও রসবোধের মধ্যে। যা সব ধরনের পাঠকের কাছে গ্রহণীয় হয়ে উঠবে। আকার (cm) : 14 (l) X 22 (b) X 1.5 (h) |