Hridayer Nam Atchala
লেখক : সুব্রত রুদ্র
পৃষ্ঠা : 64
প্রণবেন্দু দাশগুপ্ত একবার বলেছিলেন 'একজন কবি যখন নীচু হয়ে জুতোর ফিতে বাঁধে, তখনও সে কবি।' সুব্রত রুদ্র এরকমই এক সর্বক্ষণের কবি। কখনও কোনো জীবিকায় নিজেকে জড়াননি। কবিতা নিয়েই সারাক্ষণ আছেন। অনেকদিন আগে একটি কবিতায় জানিয়েছিলেন 'কবিতা ছাড়া কোনো প্রভু নেই/ আমি সাক্ষ্য দিচ্ছি যে, কবিতা ছাড়া আর কোনো উপাস্য নেই,/ কবিতার কোনো অংশীদার নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি,/ আমি তার দাস ও প্রেরিত।/ সমস্ত সাম্রাজ্য তার।/ সমস্ত প্রশংসা কবিতার।/ জীবনদান করে মৃত্যুদান করে/ তার হাতে সমস্ত কল্যাণ এবং সে সবকিছুর/ ওপর।' এই ধরণের কবিদের কবিতায় এমন এক ঝলক থাকে, যা, সবদিক- গোছানো কবিদের কবিতায় কখনও থাকে না। 'মায়েরা আমাদের মনে দুঃখ দিতে না-পেরে/ কোনোকালে সুখী হলো না। কিংবা হৃদয়ের নাম আটচালা/ পাঁচিল হয় না এখানে, ছাদ আছে।” অথবা বাতাসের মধ্যে কবির প্রকৃত লক্ষণ দেখেছি।/ গলায় অন্নজল আর সে একসঙ্গে ঢুকলেও / তার চলার রাস্তা আলাদা হয়ে যায়।' কত যে মণিমুক্তো ছড়িয়ে রয়েছে এই গ্রন্থের পাতায় পাতায়!
আকার (cm) : 14.3 (l) X 21.7 (b) X 1.1 (h)