Madhusudaner Samajchetana
লেখক : শঙ্কর শীল
পৃষ্ঠা : 80
মাইকেল মধুসূদন দত্তের সাহিত্যকর্ম সম্পর্কে গ্রন্থ রচিত হয়েছে বিস্তর। কিন্তু বর্তমান গ্রন্থের লেখকের মতে, ‘মধুসূদনের কবি-প্রতিভা নিয়ে যত আলোচনা হয়েছে, তার তুলনায় তাঁর সমাজচেতনা নিয়ে আলোচনা হয়েছে খুবই কম। তিনি এটাও মনে করেন, ‘মধুসূদন সম্পর্কে রচিত গ্রন্থগুলি পাঠ করলে মনে হতে পারে, মধুসূদন যেন তাঁর দেশ-কাল-সমাজ সম্পর্কে নিতান্তই অনাগ্রহী ছিলেন; তিনি যেন তাঁর সমকাল সম্পর্কে উদাসীন থেকে বিশুদ্ধ কাব্য-চর্চায় নিমগ্ন ছিলেন। লেখকের মতে, মধুসূদনকে এভাবে তাঁর সমকাল থেকে বিচ্ছিন্ন ক’রে দেখার প্রবণতার ফলে মধুসূদন-মূল্যায়নের ক্ষেত্রে এ-যাবৎ কালে বহু ভ্রান্তি ও অসম্পূর্ণতা থেকে গেছে। বর্তমান গ্রন্থে মধুসূদনের চিন্তা ও কর্মকে বিশ্লেষণ করা হয়েছে সমকালীন সামাজিক ও রাজনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে। লেখক সযত্নে সৃষ্টি করেছেন মধুসূদন-চর্চার এক নতুন ধারা, যেখানে কবির অন্তর্লোক ও বহির্লোক আশ্চর্যভাবে মিশে যায় পরস্পরের পরিপূরক হিসেবে। আমরা বিস্ময়ে দেখি সেই মধুসূদনকে, যাঁর যন্ত্রণার সঙ্গে মিশে থাকে বিদ্রোহ, নৈরাশ্যের সঙ্গে মিশে থাকে প্রতিরোধ, নিঃসঙ্গতার সঙ্গে মিশে থাকে গভীর সমাজবোধ।
আকার (cm) : 14 (l) X 22 (b) X 1 (h)