Kabita : Kale Kalotare
লেখক : শুভঙ্কর ঘোষ 
পৃষ্ঠা : 192 
বাংলা কবিতার আধুনিকতার ধারাটি বাঁকবদল করেছে বারে বারে। অমিত্রাক্ষর, রাবীন্দ্রিক হয়ে মিথ-পুরাণ ও রক্তমাংসের কল্লোলে তার সরগরম-বহতা ক্রমে বিস্তৃতি লাভ করেছে। এইসব প্রবন্ধে লেখকের ঋদ্ধ বিশ্লেষণ ও সুতীক্ষ যুক্তিনিষ্ঠা সেইসব বাঁকবদলের প্রবণতা সম্ভাবনা ও বাস্তবতাকে ধরে রাখল। উঠে এল গিরীন্দ্রমােহিনী, কামিনী রায়, মধুসূদন,প্রমথ চৌধুরী, যতীন্দ্রনাথ, মােহিতলাল, নজরুল, জীবনানন্দ, সুধীন্দ্রনাথ, বুদ্ধদেব বসু, অন্নদাশঙ্কর,বিষ্ণু দে, অরুণ মিত্র, জসীমউদ্দিন সহ কথাকার মানিক বন্দ্যোপাধ্যায়ের কবিসত্তার নানা দিক। নতুন দৃষ্টিভঙ্গি কীভাবে বাংলা কবিতাকে নবায়মান করল, কীভাবেই বা বিশ্বসাহিত্য এসে হাত ধরল বাংলা কাব্যের, মিথ-পুরাণের পুনর্নির্মাণে কীভাবে সমকাল ভাষারূপ পেল, কোথায়ই বা শিকড়ের সন্ধানে গভীরে ডুব দিল বাংলা কবিতা— এসব নিয়েই সরগরম হল এই আলােচনা, ক্লাসরুমের বাইরে কবিতার ইতিহাস আগ্রহী পাঠকের কাছে ভিন্ন মেজাজে, আকর্ষণীয় বাভঙ্গিতে কবিতার সেই কালের কথা বলে চললেন কবিতার সঙ্গে মর্মে মর্মে জড়িয়ে থাকা এই লেখক। চেনা ভাবনাগুলি আবারও নতুন হয়ে উঠল। কবিতাগুলাে আরও একটু জীবন্ত ঠেকতে থাকল এরপর থেকে। পাওয়া গেল কবিতার গভীরে থাকা কালের রেখাটির সন্ধান।
আকার (cm) : 14 (l) X 22 (b) X 1.7 (h)
 
            