Subodh Sarkarer Kobita
লেখক : সুবোধ সরকার
পৃষ্ঠা : 432
সুবোধ সরকারের কবিতা একই সঙ্গে সহজ এবং বহুতল। একই সঙ্গে বেপরোয়া এবং বিনয়ী। একই সঙ্গে গরম এবং অশ্রুসজল। সুবোধের কবিতা কাউকে ছেড়ে কথা বলে না। তিনি সংবিধানকে শ্রদ্ধা করেন, রাষ্ট্রকেও মর্যাদা দেন, কিন্তু রাষ্ট্রক্ষমতাকে দংশন করতে ছাড়েন না। তাঁর কবিতা ছোটো মানচিত্র থেকে বড়ো মানচিত্রে ছড়িয়ে পড়েছে, তিনি যেমন মণিপুর নিয়ে লেখেন তেমনি লেখেন প্যালেস্টাইন নিয়ে, তিনি যেমন রূপমের চাকরি নিয়ে লেখেন। তেমনি লেখেন সোভিয়েত পতন নিয়ে 'ভাল জায়গাটা কোথায়?'। তিনি গুজরাটের সময় একটা গোটা বই লিখেছেন দাঙ্গা নিয়ে—'কাল্লু'। নন্দিগ্রামে গুলি চলার পর লিখেছেন ‘চোদ্দো নম্বর ডেডবডি'। তিনি লিখে চলেছেন বানতলা থেকে কামদুনি, সিঙ্গুর থেকে নাইন ইলেভেন, কাশ্মীর থেকে পেশোয়ার, সৌরভ গাঙ্গুলি থেকে ঘর-ওয়াপসি। সুবোধের কোনো দেশ নেই, সুবোধ যে-কোনো দেশে ঢুকে পড়তে পারেন, তখন সেটাই হয়ে ওঠে তাঁর দেশ। সুবোধের কোনো ক্যাপসুলে রাখা সময় নেই, তিনি সময় থেকে তারিখ তুলে ফেলেছেন তাঁর কবিতায়।
আকার (cm) : 14.3 (l) X 22 (b) X 2.2 (h)