100 Ti Premer Kabita
লেখক : বিনায়ক বন্দ্যোপাধ্যায়
পৃষ্ঠা : 192
সাম্প্রতিক বাংলা কবিতার সাড়া জাগানো নাম বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের ১০০টি প্রেমের কবিতা প্রকাশ, বাংলা কবিতার পাঠকের কাছে। এক মস্ত আনন্দসংবাদ। কেননা, বাংলা কবিতার উল্লেখযোগ্য কণ্ঠস্বর হিসেবে, আত্মপ্রকাশের অল্প কয়েকদিনের ভিতরেই তিনি অর্জন করে নিতে পেরেছেন পাঠকের সমীহ ও ভালোবাসা। পেরেছেন কারণ, বিনায়কের কবিতা প্রথম থেকেই অনায়াস ভাষা ও অসামান্য ভাবনায় পাঠককে সন্ধান দিয়েছে এক নতুন জগতের, যে জগতের কথা বিনায়কের মতো করে আগে কেউ বলেননি। আর স্বাতন্ত্রের এই অভিজ্ঞান সবচেয়ে স্পষ্ট হয়ে উঠেছে, বিনায়কের প্রেমের কবিতায়। কেবলমাত্র, আমি-তুমি’র বৃত্তে ঘুরপাক খায়। না এইসব কবিতা; সময় ও পারিপার্শ্বের অগণন স্রোত প্রতিস্রোতকে ধারণ করে নিজের মধ্যে জল পৌছে দেয় শিকড়ে, ঢেউ পৌঁছে দেয় তটে। আর বিশ্বাস করে, প্রেম একইসঙ্গে কল্পনা ও কল্পতরু, চোখের বালি এবং বালির ফুল। তাই মিলিয়ে যায় লাস্ট মেট্রোয়, ফিরে আসে সমুদ্রের ছোঁয়ায়, আঁজলা ভরে পান। করতে দেয় রক্ত, চুলের মতো খুলে দেয় দিন, রাত্রিকে বাঁধে পাকে-পাকে, আর সমস্ত থেমে থাকার ভিতর স্টার্ট নেয় মনে মনে ‘পোড়া জাহাজের ডেকে / কী লাভ দাঁড়িয়ে থেকে / যদি প্রাণ বাজি রেখে / তোমাকে না ভালোবাসলাম?’ বলে ওঠে এইসব কবিতা। আর সেই উচ্চারণের জোরেই যন্ত্রণার মতো আদিম, পুরোনো সোনার মতো চিরনতুন হয়ে থাকে। অনবদ্য ছন্দে কিংবা ঋজু গদ্যে, মোনালিসার হাসি দেখানোর পাশাপাশি, মোনালিসার কান্নাও শোনাতে পারে বলেই বিনায়কের এই ১০০টি প্রেমের কবিতা চোখের জলের চাইতেও নোনতা, নদীর জলের চাইতেও মিষ্টি।
আকার (cm) : 15.9 (l) X 24.2 (b) X 1.2 (h)