Anondo
লেখক : উমা মাজি মুখোপাধ্যায়
পৃষ্ঠা : 82
বুদ্বুদের মতো জীবন জীবনসমুদ্র থেকে উত্থিত হয় আবার জীবন-সমুদ্রে মিলিয়ে যায়— তরঙ্গ মিলায়ে যায় তরঙ্গ উঠে। কুসুম ঝরিয়া পড়ে কুসুম ফুটে— তবু এই ক্ষণিক জীবন কত শৈল্পিক ভাবে বেঁচে থাকে— তার যাপন প্রণালী কেবল ধরা থাকে ছোটো গল্পে— এই নিয়েই গল্প— ‘আমি যে গান গেয়েছিলাম।' ‘আনন্দ’ একটি রূপক— ভিক্ষুক আনন্দ চণ্ডালিকা প্রকৃতির কাছে জল চেয়েছিল, তাতেই তার জীবন বদলে গিয়েছিল। বর্তমান গল্পে অপরাজিত আনন্দ একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হয়েও এক নিষিদ্ধপল্লী থেকে আনা পালিত কন্যার রূপে ও গুণে মুগ্ধ হয়েছিল কিন্তু সেই-কন্যা কি পারবে সম্পূর্ণভাবে সাড়া দিতে, সেই নিয়েই গল্প ‘আনন্দ'। 'ধূর্জটি’ গল্পে এক ডেডিকেটেড ‘রাজনৈতিক ব্যক্তিত্ব' ও তার জীবনে ভালোবাসার উদয়— এই টানাপোড়েন প্রতিফলিত হয়েছে। 'গোপালের মা’ গল্পে একজন সাধিকার থেকে বাস্তব 'মা’ যে অনেক বেশি ডেডিকেটেড, এই চেতনার উদয় যখন ঘটল পাথরের গোপালসেবিকা মীরা-মাঈ-এর জীবনে তখন তার যে মানসিক দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বেরই প্রতিফলন ঘটেছে গল্পটিতে। 'বনসাই’ গল্পে এক সম্ভাবনাময় নারী পুরুষতান্ত্রিক সমাজের শৌখিন টবে নিজেকে ‘বনসাই’য়ে রূপান্তরিত করেছিল তারই কাহিনি বর্ণিত হয়েছে। সব মিলিয়ে ছোটোগল্প যে ক্ষণিক জীবনের রং, রূপ, রস, গন্ধ, বর্ণ, স্পর্শকে ধরে রাখে চিরকালের মতো করে সেই বার্তা-ই ‘আনন্দ’ গল্পসংকলনে ধরা পড়েছে।
আকার (cm) : 14.4 (l) X 22.1 (b) X 1.4 (h)