Mati Chhede Jai
লেখক : আবুল বাশার
পৃষ্ঠা : 128
হরেক কিসিমের নস্টালজিয়া আমাদের বিশ্বাসের কার্নিশ ঘেঁষে নিপাতনে সিদ্ধ হয়ে ঝুলে থাকে। ধরুন না এই মাটির কথাটাই। মাটির মানুষ থেকে শুরু করে মাটির কাছাকাছি থাকা কবির জন্য কান পেতে থাকা ইস্তক কেমন একটা সরলতা মাখা গন্ধ যেন ‘মাটি’ শব্দটাকে ঘিরে ভুরভুর করে চারদিকে। কিন্তু মাটির কাছে থাকা জীবন কি সত্যিই এত সহজ? নজর আলির মায়ের মতন ছোটো ছাওয়ালকে যোগচ্ছিন্ন করে দিয়ে কখনও কি তা বিপন্নতার চোরাবালি জাগিয়ে তোলে না? তা কি পাথুরে রুক্ষতা নিয়ে অবৈধ রমণসুখে মাতে না? বাঁচার লোভ দেখিয়ে মানবতার আব্রুকে নিঃস্ব করে দিয়ে ছিনিয়ে নেয় না পিয়াসাদের প্রাণ? প্রত্যাশা আর প্রতিহিংসা প্রতিদিন একাকার হয়ে যায় এখানে। হিংস্রতা, প্রতারণা আর ষড়যন্ত্রকে পায়ে পায়ে মেখে ফুরিয়ে আসে শিরিনদের জীবন। সোঁদা গন্ধমাখা এইসব জীবন ধ্বংস হয়, কিন্তু হারতে জানে না। বহু অপচয়ের পরে তাই সুলতানরা নবির নৌকো ভাসায় কালো বউ আর নানীকে ডাঙায় নিয়ে যেতে। আসলে যে জীবন ওড়াউড়িতে নেই, সেই জীবনকে নিয়েই শব্দের নকশিকাঁথায় ফোঁড় তোলেন আবুল বাশার। জীবন মাপার কুনকে দিয়ে যথার্থভাবে যাচাই করে নেন মাটির অর্থটাকে। তাঁর প্রথম গল্প সংকলনে থাকা এমনই মাটির গন্ধ মাখা অসামান্য দশটি গল্পকে প্রতিভাস আরও একবার ফিরিয়ে আনল পাঠকের দরবারে। দিন প্রতিদিনের বাকি এক ইতিহাস জেগে থাকল বাঘা জমির দুনো ফসলের এই গল্পগুলিতে।
আকার (cm) : 14.4 (l) X 22.7 (b) X 1.3 (h)