Loha লেখক : ধ্রুবজ্যোতি বরা / অনুবাদ : মুক্তি চৌধুরী পৃষ্ঠা : 87 সভ্যতার বিকাশে লোহার অবদান অনস্বীকার্য। মধ্যযুগে বৃহত্তর অসমে নাগাপাহাড়, জয়ন্তীয়া পাহাড় ও পাটকাই পর্বতমালার পাদদেশের কাঁচা লোহার খনি থেকে লোহা বের করা হত। আহোম রাজত্বকালেও রাজাদের উদ্যোগে তিরু পাহাড়, নাগিনিমারা, দৈয়াং অঞ্চল থেকে তুলে আনা হত। ‘লোহা’ উপন্যাসে লোহা নিষ্কাষণের আদিম প্রক্রিয়া সহ অসমের ইতিহাসের বিশেষ উল্লেখযোগ্য ঘটনা মোয়ামরীয়া বিদ্রোহের ক্রিয়া-প্রতিক্রিয়া এবং সামাজিক বিপর্যয়ও চিত্রিত হয়েছে, সঙ্গে রয়েছে এক অনুপম প্রেমের সকরুণ কাহিনি। সবমিলিয়ে ‘লোহা’ এক অনবদ্য সৃষ্টি। |