Anusmriti মর্মানুবাদ : ভবানীপ্রসাদ দত্ত পৃষ্ঠা : 420 নেফ্তালি রিকার্দো রেইয়েস বাসোআলতো ১৯০৪ সালের ১২ জুলাই দক্ষিণ চিলের পাররালে নামে এক প্রত্যন্ত গ্রামে জন্মেছিলেন। ১৬ বছর বয়সে সান্তিয়াগোয় পা রাখার সময়ই স্থির করেছিলেন স্বদেশীয় ওই নাম আর রাখবেন না। পরিব্রাজক হিসেবে বোধহয় নিয়েছিলেন ‘পাবলো’ আর বিখ্যাত চেকোশ্লোভাকিয়ান কবির পদবি সংযোজন করে নেফতালিও হলেন পাবলো নেরুদা। বোধহয় তিনি জানাতে চেয়েছিলেন, তিনি বিশ্বের কবি, সমগ্র বিশ্বের এক অধিবাসী। জীবনের প্রায় শেষার্ধে ‘অনুস্মৃতি’ লিখতে আরম্ভ করেছিলেন ১৯৭৩-এর সেপ্টেম্বর মাসে এক সামরিক অভ্যুত্থানে প্রিয় বন্ধু সালবাদোর আয়েন্দে নিহত হওয়ার মাত্র ১২ দিন পরেই পাবলো নেরুদা মারা যান। বিশ শতকের প্রধান কবির ‘অনুস্মৃতি’ পড়ার জন্য সারা বিশ্ব উন্মুখ আগ্রহে অপেক্ষা করছিল। পাবলো নেরুদার বিস্ময়কর ঘটনাবহুল ও সংগ্রামমুখর জীবনকে জানার জন্য মানুষের যে অপরিসীম আগ্রহ তা অবশেষে মেটে। যখন মৃত্যুর ছ-মাস পরে আর্হেন্তিনা ও এস্পানিয়োল ভাষায় প্রাণরসে পরিপূর্ণ এই বইটি প্রথম প্রকাশিত হয়। নোবেল পুস্কার বিজয়ী, রাজনীতিক, রাষ্ট্রদূত, রাষ্ট্রপতি পদে পদে নির্বাচন প্রার্থী, নির্বাসিত উদ্বাস্তু পাবলো নেরুদা বলেছিলেন ‘সবার জীবনকে জড়ো করেই তোমার আমার জীবন, এক কবির অগণন জীবন'। |