Tamas লেখক : ভীষ্ম সাহানী/ ভাষান্তর : সুভাষ মুখোপাধ্যায় পৃষ্ঠা : 66 চাপা একটা হিংস্রতা হিসহিসিয়ে ছোবল মারতে থাকে মনে। ভাবনাগুলো বিষিয়ে নীল হয়ে ওঠে। শুয়োর মারার পদ্ধতি থেকে মানুষ খতমের পর্যায় অবধি একই কিসসা সমজের বুকে নাছোড়ের মতো আটকে থাকে। মনের সব নমনীয়তা, চোখের সব বিস্ময়কে বিদ্রুপ করে হত্যাগুলি ঘটে যেতে থাকে। আজানের সুর, স্রোত্রের মূৰ্ছনায় দ্বন্দ্ব বাঁধে দারুণ। ফোরানো সময়ের কালবেলায় কোনো দর্শনই আর মানবতার পক্ষে মনকে ফেরাতে পারে না। নিঃস্ব অস্তিত্বরা ভিড় করে আসে। ধর্মের রঙে রঙে দাঙ্গার রক্ত চলকে ওঠে। আজীবন ধরে আপামর হৃদয়ের তলে যে খুচরো নৃশংসতার বাসা, তারই দেয়াল ফুড়ে সরীসৃপেরা বেড়িয়ে আসে। অন্ধকার ওঠে গবগবিয়ে। মানবাত্মার এই ক্রান্তিকালকে শব্দে বাঁধেন লেখক। অনুবাদের সাবলীলতায় সেটাই কখন যেন অপরিচয়ের দূরত্ব সরিয়ে আত্মীয়তা করে বসে বাঙালি মননের সঙ্গে। |