Che Guyabharar Diary ভাষান্তর : সুভাষ মুখোপাধ্যায় পৃষ্ঠা : 65 বিদ্রোহী তরুণের শার্টের বুকে তাঁর ছবি। নতুন সময়ের দাবি নিয়ে আজও জেগে আছেন চে, দেশকালের সীমা পেরিয়ে। আরও একবার লাঠির আঘাত খাওয়া তরুণের রক্তে বেঁচে উঠছেন বুকে আটকে থাকা চে। বিপ্লব যদি কোনও নস্টালজিয়ায় গিয়ে হানা দেয়। রোমান্টিকতায় মিশে থাকে, তবে সেই মিছিলের মুখ হলেন চে গেভারা। মৃত্যুকে দেখেছেন কাছ থেকে, জীবনকে ভালোবেসেছেন নিবিড়ভাবে, দু-চোখ জুড়ে তাঁর স্বপ্ন আর পদক্ষেপ জুড়ে তাকে বাস্তব করার দৃপ্ততা... লেনিন একবার বলেছিলেন- ‘রোমান্টিকতায় ঘাটতি পড়ার চেয়ে বরং একটু বেশি থাকা ভালো। এই কথা আদ্যন্ত সত্য হয়ে উঠেছেন চে-র জীবনে। স্বাধীনতা আর সাম্যের দাবি নিয়ে সমাজটার চোখে চোখ রেখেছিল সে। বিপ্লবের সেই আত্মা, বিদ্রোহের সেই দীপ্তি মাখা মানুষটার সঙ্গ, নিঃসঙ্গতা ও দিন-প্রতিদিনের কিছু সংলাপ, কিছু স্বগতোক্তি ধরা থাকল অনবদ্য অনুবাদের ছোঁয়ায়। শুরু হল এক বক্তার আর-এক বৈঠক... |