Jyoti Basur Sange লেখক : গৌতম ঘোষ পৃষ্ঠা : 96 রাজনীতির দ্বন্দ্ব ও সমালোচনা বলতে যা বুঝি, তার ছিটেফোঁটাও এই বইয়ে নেই। জ্যোতি বসুর রাজনৈতিক সময়-সীমার বিস্তৃতির দিকে ফিরে তাকালে মনে হয় তা আদপে ইতিহাসের সুদীর্ঘ অধ্যায়ের নিখুঁত এক কোলাজ। যেখান থেকে সারাংশায়িত করা যায় বিশ্বের আর্থ-সামাজিক-রাজনৈতিক জলহাওয়াকে। যার থেকে জন্ম নেয় একধরনের মনন। এবং ইতিহাস-বিদ্ধ বিপুল দৃষ্টিশক্তি। এই বইয়ে রইল তেমনই অসীম এক পথ চলা। |