Bangla Upanayskosh লেখক : রাহুল দাশগুপ্ত পৃষ্ঠা : 376 বাংলা সাহিত্যে বাঁকবদলকারী উপন্যাসগুলির কালানুক্রমিক কোনো নির্দেশিকা নেই। এই গ্রন্থে মোট এক হাজারটি বাংলা উপন্যাসের কালানুক্রমিক বিবরণ দেওয়া হয়েছে, সময়কাল ১৮২৫-২০১৫। অবশ্য শুধু বিবরণ বলাটাই যথেষ্ট নয়, উপন্যাসগুলির মূল ভাব বা নির্যাসকেই ধরা হয়েছে। বাংলা উপন্যাসের বিভিন্ন সময়পর্বকে যেমন ধরা হয়েছে, তেমনই ধরা হয়েছে বিভিন্ন ধারাকে। ঔপনিবেশিক পর্বে বাংলা উপন্যাসের জন্ম। ক্রমে তা বিস্তারলাভ করেছে, নানাভাবে নিজের গতিপথ বদলেছে, বিষয় ও প্রকরণের ক্ষেত্রে বাঁক নিয়েছে, উত্তর-ঔপনিবেশিক পর্বে যোগ করেছে নতুন মাত্রা। এই গ্রন্থে প্রায় দুশো বছরের সেই অভিযাত্রাকেই ধরা হয়েছে। অজস্র বাংলা উপন্যাস লেখা হয়েছে, তাদের মধ্যে যেগুলি সেই যাত্রাপথের আওতায় পড়ে, তাদের চিহ্নিত করার চেষ্টা হয়েছে। বিশ্বের বিভিন্ন ভাষায় এরকম কাজ হলেও বাংলা সাহিত্যে এই ধরনের দায়বদ্ধ প্রচেষ্টা প্রথম। অভিধানের আকারে বাংলা উপন্যাসের এই কালানুক্রমিক ইতিহাস শুধু লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর প্রয়োজনেই আসবে না, উপন্যাস ও সামগ্রিকভাবে বাংলা সাহিত্য সম্পর্কে আগ্রহী সর্বস্তরের পাঠকের কাছেও দীর্ঘদিন ধরে এই ধরনের বইয়ের অভাব প্রাথমিকভাবে মেটাবে। উপন্যাস পাঠ করতে গিয়ে পাঠকের যে দিশাহীন অবস্থা হয়, তারও অবসান ঘটবে বলে আশা করা যায়। এই গ্রন্থ পাঠ করে একজন পাঠক তার পাঠ্য উপন্যাসটির ইতিহাসের ধারাবাহিকতায় সুনির্দিষ্ট অবস্থানটি বুঝে নিতে পারবেন। এ ব্যাপারে গ্রন্থের সূচনায় এই বইটি গড়ে ওঠার যে বিবরণ রয়েছে, তাও সাহায্য করবে। |