Janmantar লেখক : অরবিন্দ দাস পৃষ্ঠা : 496 সরকারি অফিসের করণিক বত্রিশ বছরের অনুপম রায় এক রাতে বন্ধু সংসর্গে আবিষ্কার করে সে উভয়লিঙ্গ নিয়ে জন্মগ্রহণ করেছে। ধীরে ধীরে তার পুরুষাঙ্গ ছোটো হতে থাকে এবং শরীরে প্রকাশিত হ’তে থাকে আশ্চর্য কমনীয়তা। ঘর-সংসার ছেড়ে এক গভীর রাতে অনিশ্চিত ভবিষ্যতের উদ্দেশ্যে সে বেরিয়ে পড়ে। হোটেলের খাতায় নাম লেখায় সুতপা। ডাক্তার কুন্তল চট্টোপাধ্যায় সুতপার সঙ্গে যৌনসংগম করতে গিয়ে বুঝতে পারেন সুতপার স্ত্রীলিঙ্গ আসলে পুরুষাঙ্গ অবক্ষয়ের এক অবিশ্বাস্য পরিণতি। সুতপাকে কেন্দ্র করে গোপনে এক আন্তর্জাতিক মেডিক্যাল সেমিনারের আয়োজন করা হয়। কঠিন নজরদারির ব্যবস্থা করা হয় পুলিশ দিয়ে। হোটেল ছেড়ে একসময় সুতপা চ’লে আসে রাঁচিতে তাপসের কাছে। কিন্তু সেখান থেকেও তাকে চলে যেতে হয়। তাপসের বিশ্বাস, দিদি একদিন না একদিন ভাইয়ের সঙ্গে দেখা করতে আসবেই। |