Palashia লেখক : জয়দীপ ভট্টাচার্য পৃষ্ঠা : 64 ‘পলাশিয়া’ ইরান ও ঋষির পরস্পরের কাছে আসার কাহিনি। ব্যস্ত, স্বার্থপর, কঠিন নগরজীবনে হৃদয়ের কথা ভাবার সময় নেই, শোনারও মানুষ নেই। গতিময় জীবনে শুধু অর্থ, রাজনীতি, স্টালইসর্বস্বতা। শিল্প মূল্যহীন, সাহিত্যের প্রতি অনুরাগ সময়ের অপচয়। সবাই যেন এক ছাঁচে ঢালা কলের পুতুল। কেউ কেউ আজও আছে যারা অন্যরকম জীবন খোঁজে। শিল্প ও সাহিত্যের মাধ্যমে ক্লান্ত, হৃদয়ের শুশ্রুষা চায়। ইরান তেমনই এক মেয়ে। চাকরি আর বন্ধুবান্ধব নিয়ে মেতে থাকা সহজ ও হালকা জীবনের অনুগামী ঋষি সহসা চলে আসে ইরানের কাছাকাছি, ইরানের মধ্যে খুঁজে পায় এক অন্যরকমের জগৎ, বেঁচে থাকার গভীর এক অর্থ। ইরানকে ভালোবেসে ঋষি প্রবেশ করে সেই আশ্চর্য অন্যরকম এক জগতে, যে জগৎ শিল্পের সাহিত্যের। ঋষির বুকে মাথা রেখে ইরান দেখতে পায় শিমুল গাছগুলি ডালপালা নাড়ছে, পলাশের রঙে ভরে গেছে আকাশ। |