Naljatak লেখক : উৎপলকুমার দত্ত পৃষ্ঠা : 226 নলজাতক উপন্যাসটিতে আছে জন্ম এবং জীবনের আলোছায়ায় নিরন্তর কম্পমান দুটি চরিত্র। দেবমাল্য ও দীপ্তিময়। সাতাশ বছরের যুবক দেবমাল্য জানতে পেরেছিল তার রক্তে বইছে ভয়াবহ এইড্স রোগের ভাইরাস। কাউকে কিছু না বলে সে একদিন বাড়ি ছেড়ে পালায়। বাবা-মা আত্মীয়স্বজন এমনকি তার আবাল্য সহচরী অপা বা অপাপবিদ্ধাকেও ছেড়ে চলে যায় সে বিহারের এক দেহাতে। সেখানে সরযূ, শিউপূজন, মনোহরলালের মতো কিছু মানুষের সঙ্গে কয়েকদিন কাটিয়েও ষড়যন্ত্র ও সন্দেহের শিকার হয়ে একদিন সেই দেহাত ছেড়ে পালাতে হয় তাকে। কিন্তু কোথায় সে যাবে? তার তো কোনো গন্তব্য নেই, আছে শুধু গমন। অপাও যে তখন ঘটনাচক্রে শৌণাভ নামে এক সুদর্শন যুবকের রূপমুগ্ধ। দেবমাল্যর দাদা দীপ্তিময় সুদূর আফ্রিকায় কর্মরত। অসুখী স্ত্রী তানিয়াকে সুখী করার মোহে দীপ্ত তাকে নিয়ে সাউথ আফ্রিকায় যায় । সেখানে নানা বৈজ্ঞানিক প্রকৌশলে তানিয়ার গর্ভে স্থাপন করা যায় টেস্টটিউবে জাত এক সন্তানের ভ্রূণ। জন্মের জন্য যদি এত সফল প্রয়াস, এত কলাকৌশল, এত কসরত থাকে তবে দেবমাল্যও কি পারবে না একদিন মৃত্যুকে প্রতিরোধ করতে? জীবনের গতিময়তায় আবার ছন্দ মেলাতে? এই প্রশ্নেরই অন্বেষণে সূচনা থেকে শেষ পঙক্তিতে পৌঁছে যেতে যেতে তাই পাঠকও মগ্ন হয়ে যান এক অশেষ জীবনলিপ্সায়। |