Nirabalamba লেখক : আইভি চট্টোপাধ্যায় পৃষ্ঠা : 162 ‘সরলতা’ শব্দটিকে ঘিরে ঝঞাট কিন্তু কম নয়। কারণ আপাত সরলতার মধ্যেই কখনো-কখনো বড়ো জটিলভাবে জড়িয়ে থাকে রহস্যময় ইশারা। তবে কি বলা। যাবে, শিল্পের সরলতার অন্বেষণও করতে হয় বহু অভিজ্ঞতার মধ্যে দিয়ে? আইভি চট্টোপাধ্যায়ের উপন্যাসে নিরবলম্ব পড়তে পড়তে বারবারই প্রশ্নটি ঘােরাফেরা করতে থাকে। বাংলা মূলস্রোতের লেখালেখির সঙ্গেই আত্মীয়তা বেশি লেখিকার। স্বচ্ছ ও জটিলতাবিহীন তার বাক্যবিন্যাস। ফর্ম ও কনটেন্ট নিয়ে আলাদাভাবে ভাবতে হয় না। তাকে। অত্যন্ত স্বাভাবিক গদ্যছন্দে কাহিনির চরিত্রগুলিকে উপস্থাপন করবার মুনশিয়ানা লক্ষ করা যায় উপন্যাসটিতে। বিপন্নতা, অবলম্বনহীনতা এবং জটিল আবর্তে বেঁচেবর্তে থাকার এক দুঃসহ কাহিনি আন্তরিকভাবে বর্ণনা করেছেন আইভি। রিয়ালিস্টিক প্যাটার্নই তার সাহিত্যের অবলম্বন। মুক্ত থাকার স্বাভাবিক একটি ইচ্ছে সচেতন মানুষের মনে জাগ্রত থাকে সর্বক্ষণ। মুক্তচিন্তার সপক্ষে রয়েছেন আইভি নিজেও। উপন্যাসটির কেন্দ্রে রয়েছেন চার নারী। সমাজের বিভিন্ন স্তরে তাদের অবস্থান। ঘনীভূত সংকটের মধ্যে তাদের জয়-পরাজয়, ইচ্ছে-অনিচ্ছে, প্রেম-ভালোবাসার টুকরো টুকরো ঘটনা জুড়ে নির্মিত হয়েছে উপন্যাসটি। বাংলা ভাষাভাষী পাঠকের কাছে বইটি সাদরে গৃহীত হবে বলেই আমাদের বিশ্বাস। |