Sanjhtara Swapnokatha লেখক : স্বাতী গুহ পৃষ্ঠা : 136 আপনার সঙ্গে শুধু সাত পা হাঁটিনি বলেই হয়তো সারা জীবনটা হেটে গেলাম আপনার পায়ের চিহ্ন ধরে ধরে। সাঁঝতারা নামে মেয়েটি বড়ো হতে হতে, ভেবে চলে এইসব কথকতা। কিন্তু যার দিকে তার এই এগিয়ে চলা সেই প্রেমিক শিরীষ নিজের জীবনে মগ্ন। কখনও চা-বাগানের হাসপাতালের ডাক্তার কিংবা পাবলিক হেল্থের ইম্প্লিমেন্টর সে। সাঁঝতারা শিরীষের সরাসরি কোনো যোগাযোগ নেই সেও অন্তত পঁচিশ বছর। বর্তমানের সমস্ত কথা-কাজ-পাগলামির ভিতরে ক্রমশ একা হতে থাকা একজন মানুষ যেন নিজের সঙ্গেই কিছুটা বোঝাপড়া করে নিতে চায়। শিরীষ-সাঁঝতারার সেই দেওয়াল, যেখানে এসে তাকে ঠেস দিতে হয় বর্তমানের সঙ্গে মোকাবিলা করার শক্তিটুকু ফিরে পেতে। ব্যক্তিগত চাওয়া-পাওয়াগুলো ছোটো হতে হতে ক্রমশ বৃহত্তর এক ভালবাসার বোধে এসে ঠেকে প্রতিদিন। কলকাতা শহরের রাস্তাঘাট থেকে শুরু করে অনায়াসে তারা ঘুরে আসে ভারতের বিভিন্ন গ্রাম ও শহরে। স্বপ্নকথা বলেই হয়তো সম্ভব হয়েছে তা। শেষ পর্যন্ত সময় আর মানুষের ধারণাকে তুল্য-মূল্য করে দেখতে চাওয়ার আর কোনো উপায় খুঁজে পান না লেখক। সাঁঝতারা-র বয়ানে কি তবে লেখকের একান্ত নিজস্ব জগৎটিই মুখ দেখতে চায় শিরীষ নামের কোনো মানুষের চোখে? |