Chaandogya লেখক : প্রদীপ চট্টোপাধ্যায় পৃষ্ঠা : 162 সমকালীন বাংলা কথাসাহিত্যে সৃষ্টিশীল ধারার অন্যতম লেখক প্রদীপ চট্টোপাধ্যায়। বিদগ্ধ মহলে তার বহুপ্রশংসিত 'কথা' উপন্যাস সম্বন্ধে এক বিশিষ্ট সমালোচক লিখেছিলেন, 'কথা' আসলে উপন্যাসের ছদ্মবেশে মহাকাব্য। তাঁর 'ছান্দোগ্য' উপন্যাসও নিঃসন্দেহেই তাই। অসামান্য ব্যক্তিত্বময়ী বিধবা ভাদ্রবৌ সুদেষ্ণা এবং তারই অবিবাহিত জ্ঞানী ভাশুর কনকেন্দুর বাহ্যিক জীবনের গভীরে অন্তৰ্জীবনের সম্পর্কের অতুলনীয় টানা-পোড়েনের বিস্ময়কর মনস্তাত্বিক বিশ্লেষণই ছান্দোগ্য উপন্যাসের মূল পটভূমি। দেবেশ-দেবযানীর মতো দম্পতি, ছন্দক, রিয়া, ঘুঙুর, বান্টি, তুলসানি কিংবা শশী বা আরও অনেক বিস্ময়কর মানুষের উপকাহিনিগুলো এসেছে এই মূল সম্পর্কেরই অনন্য শিল্প-আবহ হয়ে। আলাদা এই চরিত্রগুলো প্রত্যেকেই যেন এক একটি স্বয়ংসম্পূর্ণ বিচ্ছিন্ন দ্বীপ। সে দ্বীপগুলিরই বিচ্ছিন্নতার হাহাকার এবং মহামিলনের আকাঙক্ষার বিস্তীর্ণ প্রেক্ষাপটে লেখা উপন্যাসটিতে স্বাভাবিক হাওয়ার মতোই এসে উপস্থিত হয়েছে সমৃদ্ধ দর্শনের কথা, অতুলনীয় কবিত্ব, মনোজগতের অপার রহস্য ঘিরে ঘনিয়ে ওঠা অনবদ্য সুরের মূর্চ্ছনা। ফ্যাশান ওয়ার্ল্ড এবং কর্পোরেট জীবনের গণ্ডিতে দাঁড়িয়েও এ উপন্যাস অক্লেশে চলে গেছে শাশ্বত মহাজীবনের দর্শনে। অতুলনীয় এই দর্শন এবং কবিত্ব ছাড়া অসামান্য ভাষাও এই উপন্যাসের অন্যতম সম্পদ। সাহিত্যের সৃষ্টিশীল ধারায় ছান্দোগ্য উপন্যাসটি অতি বিশিষ্ট একটি মাইলস্টোন হিসাবে গ্রাহ্য হবেই বলে আমাদের বিশ্বাস। |