Katha Dilam লেখক : শাশ্বতী নন্দী পৃষ্ঠা : 144 ভালোবাসার আকাশ ছিল গান। আর চালচুলোহীন গানওয়ালা অরিন্দম ছিল আকাশের মেঘ। কিন্তু সেই আকাশ আর মেঘের মধ্যে ভেসে থাকার দিন বড়ো তাড়াতাড়ি ফুরিয়ে এল পলার জীবনে। বিয়ে হল অরুণের সঙ্গে, নিপাট ভালোমানুষ, তবে কেন যে দূরত্ব বেড়েই চলে দুজনের মধ্যে। কিন্তু অন্তহীন একাকিত্বের মধ্যেও পলা অনুভব করে ভালোবাসার উত্তাপ। তাহলে কি অরিন্দমের ভালোবাসার শিকড়টা ছড়িয়ে গিয়েছে ওর বুকের মধ্যে? সেই থেকে বিশ্বাস করতে শুরু করে অরিন্দম ফিরে আসবে, আসবেই একদিন ওর জীবনে, আবার গাইবে ওর প্রিয় সেই গান। এ স্বপ্ন দেখা কি সত্যি হয়ে উঠবে পলার জীবনে? এ জন্মে হোক, সামনের কোনো জন্মে? |