Forecast লেখক : বাপ্পাদিত্য চট্টোপাধ্যায় পৃষ্ঠা : 208 ‘ফোরকাস্ট’ রেসকোর্সের অন্দররহস্য রাজার বিনোদন যখন প্রজার রোজগারপন্থা, তখন পরিণতি মর্মান্তিক। চাপা দীর্ঘশ্বাস তাই রেসের মাঠের আনাচে-কানাচে। দেখনাই উল্লাসেও ঢাকা পড়ে না অন্তরজ্বালা। ঘোড়ার চালে চলতে গিয়ে হোঁচট খেতেই হয়। কেউ সামলাতে পারে, কেউ পারে না। হতাশা, আত্মগ্লানিতে জর্জরিত হতে হতে সান্ত্বনা খোঁজে মদের গ্লাসে, বেশ্যাশ্রয়ে। কেউ-কেউ চিরতরে পালিয়ে গিয়ে মুক্তি নেয়। হয়তো ভাবে, নতুন করে ফিরে এসে আবার শুরু করবে। পুষিয়ে নেবে সব সিজনের লস। নানান কাহিনির কেন্দ্রবিন্দুতে একটি মধ্যবিত্ত পরিবার। দারিদ্র্য, রাজনৈতিক ষড়যন্ত্র, নিয়তির নিষ্ঠুরতায় পুরো পরিবারটিই একসময় নির্ভরশীল হয়ে পড়ে রেসের মাঠের ওপর। তাদের প্রদক্ষিণ করে নানান চরিত্ররা। কেউ উদার, কেউ স্বার্থান্বেষী, কেউ লম্পট, কেউ হত্যাকারী। ঘটনার পরতে-পরতে কলকাতা রেসকোর্সের ইতিহাস, দেশি-বিদেশি ঘোড়া-জকি-ট্রেনারদের বিচিত্র জীবন, রেস খেলার নিয়মকানুন। সত্যি, আধা-সত্যি, কল্পনার মিশেলে এই উপন্যাস। মর্মস্পর্শী কাহিনি পড়তে-পড়তে লোভাতুর মন কখন যেন খেলে ফেলে ‘উইন’, ‘প্লেস’, ‘এসএইচপি’, ‘টিএইচপি’, ‘সিডিটি’, ‘টানালা’, ‘ট্রিবল’, ‘জ্যাকপট’ আর ‘ফোরকাস্ট’। কী আছে পূর্বাভাসে? মেঘলা আকাশ, নাকি রোদেলা সকাল? নাকি সত্যি হবে সেই প্রাচীন প্রবাদ- Only the dead do not come back to racing. |