Andho Alor Chokh লেখক : তমাল বন্দ্যোপাধ্যায় পৃষ্ঠা : 120 ঘটনাচক্রে মফস্সলে একটি ব্লাইন্ড স্কুলে এসে পড়ে ছন্নমতি ও দিগভ্রান্ত নৈরঞ্জনা। বিদ্যায়তনের প্রাণপুরুষ অলোক বিশ্বাসের সংস্পর্শে এসে সে বোঝার চেষ্টা করে এই ঘোর পণ্যসর্বস্ব দুনিয়ার অন্ধত্ব কীভাবে হয়ে উঠতে পারে একটা অ্যাডভান্টেজ বা কী করেই বা পথ চলা যায়। আত্মার আলোর রেখা ধরে। ওর পরিচয় হয় স্বামীর কর্মকাণ্ডে নিবেদিত প্রাণা অলোকবাবুর সুদর্শন চক্ষুষ্মতী স্ত্রী বৈশাখী ও মেয়ে বীথির সঙ্গে। বীথি ভালোবাসে বাবার স্কুলের প্রাক্তন ছাত্র জন্মান্ধ পলাশকে। কিন্তু তাতে সবচেয়ে বড়ো বাধা হয়ে দাঁড়ায় বাবা আলোকই। আদর্শস্থানীয় মানুষটার কেন এই স্ববিরোধ বুঝতে চেয়ে তাঁর মনের গহনে ডুব দেয় এই উপন্যাস। সেখান থেকে কি বেরিয়ে এল নতুন কোনো দিশা যে পথে আলো জ্বেলে পৃথিবীর ক্রমমুক্তি হবে। |