Kuhakini Kyarabian লেখক : নন্দিতা বাগচী পৃষ্ঠা : 128 বাহামা দ্বীপপুঞ্জের নাসাউ শহরে দিন দশেকের জন্য এসে ঘাঁটি গেড়েছে নববিবাহিত যশবন্ত আর কৃত্তিকা। যশবন্ত রোজ সকালে অফিসের কাজে বেরিয়ে যায়, ফেরে সন্ধ্যার পর। নিঃসঙ্গ কৃত্তিকার কিছু অসম বয়েসি, ভিনদেশি বন্ধু জুটে যায় ক্যারিবিয়ানের বালুকাবেলায়। তাদের মধ্যে একজন পার্বতী দুবে। যাঁর পূর্বপুরুষেরা ছিলেন ত্রিনিদাদের ভারতীয় বন্ডেড লেবার। আমেরিকান লেখিকা ফিলিপা ব্রাউন একজন লেসবিয়ান। তাঁর পূর্বপুরুষেরা ছিলেন ইংল্যান্ডের পিউরিটান ডিসেনটার যাঁরা অ্যাংলিকান চার্চের বিরুদ্ধাচারণ করেছিলেন বলে ইংল্যান্ড ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। নারকেলওয়ালি গ্রেস-এর পূর্বপুরুষেরা ছিলেন কৃষ্ণ ক্রীতদাস। পশ্চিম আফ্রিকা থেকে ধরপাকড় করে আমদানি করা হয়েছিল তাঁদের। আর পুঁতির মালা বিক্রেতা মেরিয়মের এক পূর্বৰ্মাতা ছিলেন আরাওয়াক প্রজাতির রেড ইন্ডিয়ান। যিনি ধর্ষিতা হয়েছিলেন এক স্পেনীয় ঔপনিবেশিক দ্বারা। এই পঞ্চকন্যা মিলে সেই দশটি দিন যাপন করে খেয়াল খুশিতে, নিজেদের মতো করে। তাদের আলাপচারিতায় পরতে পরতে উন্মোচিত হতে থাকে নানা অজানা তথ্য এবং এই সমুদ্র দানবীর মায়াজালে জড়ানো আশ্চর্য সব কাহিনি। আকার (cm) : 14.4 (l) X 21.9 (b) X 1.4 (h) |