Kyabare লেখক : শঙ্করলাল ভট্টাচার্য পৃষ্ঠা : 192 ক্যাবারে'-র কেন্দ্রে একটা নাচ। সে নাচ নাচে এক অ্যাংলো তরুণী। সে- নাচ দেখে এক বাঙালি কিশোর তার চিলেকোঠার পড়ার ঘরে বসে। একটা সময় সেই কিশোর- অরুর-জীবনে আসে মাম্পু, পাড়ারই এক কিশোরী। তবু ‘কাবারে শুধু নাচ বা ভালো লাগা, ভালোবাসতেই থেমে থাকে না। মধ্যবিত্ত বাঙালি পাড়া-প্রতিবেশের অপূর্ব স্বাদ ও রোমাঞ্চে ছড়িয়ে পড়ে। মা, কাকা, দিদি, ডিনা মিস—কত যে চরিত্রে ঢালা এই বড়ো হয়ে ওঠার কাহিনি। একলা হয়ে পড়ারও। গানের মতোই অস্থায়ী, অন্তরা, সঞ্চারী, আভোগ পর্ব আছে ‘ক্যাবারে’- র। শুরুর সঙ্গে সঙ্গেই এক অদ্ভুত মেজাজে বেঁধে দেবে পাঠকের মনকে। উপন্যাসের গদ্যও গানের মতো, ঘোর- ধরানো। তিনটি শব্দে বলে ফেলা যায় ‘ক্যাবারে’-র চলন—গান, বই, প্রেম। বাঙালি মধ্যবিত্ত জীবনের এই নিটোল ছবিতে কখনো-কখনো হানা দেয় মৃত্যুও। আকার (cm) : 14.4 (l) X 21.7 (b) X 1.9 (h) |