Ashamapta Pandulipi লেখক : জয় গোস্বামী পৃষ্ঠা : 72 সারাক্ষণ লেখার সঙ্গে আছে, লেখাকে জীবনের মূল কাজ হিসেবে ধ'রে নিয়ে অনেকটা বয়স পার করে দিয়েছে—এমন একজন মানুষের কথা এই উপন্যাস বলছে। স্ত্রী ও কন্যাকে নিয়ে তার সংসার কিন্তু পরিবারের চেয়েও তার কাছে গুরুত্বপূর্ণ সকাল থেকে উঠে লেখার টেবিলে বসে কয়েকটি মনের মতো বাক্য সৃষ্টি করা। একটি বাক্যের পর আরেকটি বাক্য রেখে, সে, ধাপে ধাপে গড়ে তুলতে চায় তার রচনা। সেই বাক্যগুলিকে নিয়ে রাত্রে বসে আবার—এবং ধীরে ধীরে পালটে দেয় তাদের অনেকের গঠন। ধৈর্য নিয়ে, ভেঙে চুরে, স্তরে স্তরে; সে গড়তে চায় তার গদ্য, সেটাই তার পদ্ধতি, এইজন্যই সে মনে মনে সারাদিন নিবিষ্ট, সে কথা তার স্ত্রীও জানে, এবং যথাসাধ্য সাহায্যও করে। এইসময়, হঠাই তার জীবনে এসে পড়ে এমন এক হাওয়ার ঝাপটা— যার ফলে তার প্রথম যৌবন থেকে সযত্নে অনুশীলন করে আসা লেখার পদ্ধতি ওলটপালট হয়ে যেতে থাকে এবং সে তাতে বাধা দিতে পারে না। অন্যদিকে টালমাটাল হয়ে পড়ে তার পারিবারিক জীবনের স্থিতি। তার স্ত্রী ও তরুণী কন্যার সঙ্গে সম্পর্ক নাড়া খেতে থাকে। দুদিকে তার দুই অবলম্বন এই রকম সংকটের মুখে এসে দাড়ায় কেন? সে নিজেই কি তার জন্য দায়ী? আকার (cm) : 14.5 (l) X 22 (b) X 1 (h) |