Nandini Pakhira O Bokul Muskan লেখক : আবুল বাশার পৃষ্ঠা : 112 ইদের ফতুয়ায় দোলের আবির এসে লাগে। বেঁধে যায় দাঙ্গা। জখম হয় আমাদের মনুষ্যত্ব ও শুভবোধগুলি। তবু যে ধর্ম নিয়ে দাঙ্গা বাঁধে, সেই ধর্মই তুচ্ছ এক বাঁচার রসিকতার মতো করে কোনো কোনো দালানের রোদে টাঙানো থাকে। হানাহানির ক্ষত মাখা মানবতা বকুল মুসকানদের জন্য বাঁচার এক টুকরো আসিয়ানা শেষ অবধি রেখে যায়। কারা যেন নিরুদ্দেশ হয়ে যায়, হারিয়ে যেতে চায় বারে বারে। জীবনানন্দের কবিতায় ছড়িয়ে থাকা পাখি আর মানুষের দর্শন ঘিরে নন্দিনী পাখিরার দিনযাপনের দিগ্র্শনের কাঁটা ঘুরতে থাকে। শহর, গ্রাম, শহরতলি জুড়ে ভালোবাসা আর যৌনতার ট্রাপিজের খেলায় একাকার হয়ে যায় সেক্স, ঈশ্বর, জীবনানন্দ, সাপ অথবা পাখির লেখচিত্রগুলি। সমাজের আয়নায় নিজেদের প্রতিবিম্বটাকে গুছিয়ে তুলতে অনেকটা চড়াই-উৎরাই ভাঙতে হয় বকুল কিংবা নন্দিনীদের। অনেক নীতিকথার মৃত্যু, অনেক কথামালার বদল চিনতে হয়। লক্ষ্মীবিলাসের গন্ধ অথবা পাখির নীল ডিমের আড়ালে তবু কিছু হাতছানি শেষ অবধি বাকি থেকে যায়। জীবনোপলব্ধির টানে এগিয়ে চলে এই দুই উপন্যাসের পরিত্রাণহীন বাঁচার গলি ও চৌরাস্তাগুলি। আকার (cm) : 13.8 (l) X 21.8 (b) X 1 (h) |