Doshti Upanyash লেখক : শক্তি চট্টোপাধ্যায় পৃষ্ঠা : 528 কোনো সন্দেহই নেই যে জীবনানন্দ-পরবর্তী বাংলা কবিতার অবিসংবাদিত নায়ক কবি শক্তি চট্টোপাধ্যায়। মাইকেল মধুসূদনের মতো বর্ণময় নাটকীয় তাঁর জীবনযাপন। কবিতা লেখা ছাড়া আর কোনো কাজেই মন দিতে পারেননি জীবনে কখনও। এমন আপাদমস্তক কবি, এমন সর্বক্ষণের কবি হওয়া সত্ত্বেও বেশ কিছু গদ্য লিখতে হয়েছিল তাকে, যার মধ্যে অনেকগুলি গল্প-উপন্যাসও ছিল। প্রথম উপন্যাস ‘কুয়োতলা’ স্বেচ্ছায় লিখেছিলেন, তেইশ-চব্বিশ বছর বয়সে। এরপর কবিতা তাঁকে পুরোপুরি গ্রাস করে নেয়। গদ্যের দিকে আর যেতে ইচ্ছে করেনি তাঁর। তবু, পত্রিকা-সম্পাদকের নাছোড় মনোভাবের কাছে নতিস্বীকার করে শেষপর্যন্ত কিছু উপন্যাস লিখতে হয়েছিল তাঁকে। গদ্যকার হিসেবেই আবির্ভাব ঘটেছিল যাঁর, কবিতায় ওলট-পালট খেতে খেতে, ভেসে যেতে যেতে সেই তিনি একদিন অকপটে কবুল করেছিলেন ‘গদ্য লিখতে আমি ভালোবাসি না'। বস্তুত, শক্তি চট্টোপাধ্যায়ের উপন্যাসগুলি তার আত্মজীবনীরই খণ্ড খণ্ড প্রকাশ। 'কুয়োতলা’-র ভূমিকায় নিজেই জানিয়েছেন ‘বিষয়টা ছিলো কিংবা কোনো প্রকৃত বিষয় ছিলো না—একটি ছোট্ট পাকা ঝিঁকুর ছেলে আর তার পরিপার্শ্ব। তার দুটি ডাগর চোখ, যা কখনোই সরল বিভূতিভূষণের মতন শুদ্ধ ও সামগ্রিক নয়—বেশ তেড়াবেঁকা, একবগগা, নষ্ট আর পচধরা, যা ওর নিরুপম নামের সঙ্গে মেলে না, এরকম একটা কাটাছেড়া চোরাকাহিনী আর কথাভর্তি, ছবিভরা এক গদ্য।' 'কুয়োতলা’- র নায়ক নিরুপম। নিরুপমের শৈশব, কৈশোর, একাকিত্ববোধ, ব্যক্তিগত সুখ-দুঃখ, বয়ঃসন্ধির যৌন আকর্ষণ এবং বিচিত্র সব অনুভূতি, সর্বোপরি, প্রকৃতি ও মানবজীবনের নিবিড় সুগভীর সম্পর্ক নিয়ে দোখনো পটভূমিতে দোখনো ভাষায় রচিত এই উপন্যাস, পড়ে বিস্মিত হয়েছিলেন—এমনকি শিবনারায়ণ রায়ের মতো খ্যাতিমান সাহিত্য সমালোচক ‘এত অল্প বয়সে শক্তির গদ্যের হাত এতটা পাকা হয়েছিল— এমন সূক্ষ্মবোধ কাহিনীগঠনে এমন পরিমিতি সে অর্জন করেছিল!’ যৌবনে নিরুপমের কবিত্ব এবং প্রেমের সংকটের মধ্যে অন্তর্নিহিত মানসিক দ্বন্দ্ব 'হৃদয়পুর’ উপন্যাসের বিষয়। নিজেরই বিখ্যাত কবিতা ‘অবনী বাড়ি আছো' শিরোনাম দিয়ে লেখা উপন্যাসেরও কেন্দ্রীয় চরিত্র নিরুপম। বিবাহের পূর্ববর্তী এবং পরবর্তী ঘটনা নিয়ে লেখা ‘দাঁড়াবার জায়গা'। 'বিবি কাহিনী' নিরুপম এবং বিবির বিবাহ ও ঘরসংসারের গল্প। জীবনানন্দের উপন্যাসগুলির মতো শক্তির উপন্যাসগুলিও অন্যরকমের উপন্যাস, বলা ভালো, কবির উপন্যাস। গ্রন্থভুক্ত দশটি উপন্যাস না-পড়লে কবি শক্তি চট্টোপাধ্যায়কে জানা অসম্পূর্ণ থেকে যাবে। আকার (cm) : 16.2 (l) X 23.5 (b) X 3.5 (h) |