Prachhad Kahani লেখক : গৌতম ঘোষদস্তিদার পৃষ্ঠা : 192 সংবাদপত্র বা সাময়িকীর ‘প্রচ্ছদকাহিনি’ চিরকালই স্বল্পায়ু। পাঠকের তাৎক্ষণিক পিপাসা মেটানোই ওইসব রচনার একমাত্র চরিতার্থতা। এই গ্রন্থ সেই হিসেবে এক অনন্য অভিজ্ঞতার মুখোমুখি করবে পাঠককেন। সংবাদপত্রে-প্রকাশিত রচনাগুলি সাময়িকতার সীমা পেরিয়ে নিঃসন্দেহে যুক্ত হবে চিরন্তনের সঙ্গে। গ্রন্থভুক্ত পুরাণ, দেবদেবী, নকশালবাড়ি, প্রকৃতি, জ্যোতিষিণী, কেদারনাথ, কুম্ভমেলা, পাথরচাপুড়ি, মৃত্যু ও জীবনের বিচিত্র পাঠে সম্মোহিত হবেন পাঠক। কবির লেখা সুরম্য গদ্যে সংকলিত রচনাগুলি অতিক্রম করে গেছে সাহিত্যেরও সব সীমারেখা। প্রতিটি রচনায় একাকার হয়েছে কবিতা, প্রবন্ধ, উপন্যাসের যাবতীয় আশ্লেষ। গড়ে উঠেছে সাহিত্যের একটি নতুনতর ধারা। |