Gadya Sangraha লেখক : অজিতেশ বন্দ্যোপাধ্যায় পৃষ্ঠা : 144 বাংলা নাটক ও নাট্য আন্দোলনে কিংবদন্তি পুরুষ অজিতেশ বন্দ্যোপাধ্যায়। বাংলা নাটকে তাঁর অবদান সর্বজন স্বীকৃত। অভিনয় শিল্পে নতুন একটি ধারার জন্ম দিয়েছিলেন তিনি। অন্যদিকে আন্তর্জাতিক নাটকের সঙ্গে বাঙালি দর্শক ও পাঠককে পরিচিত করে দেবার ক্ষেত্রেও রয়েছে তাঁর অনবদ্য ভূমিকা। মৌলিক নাটক রচনার পাশাপাশি নাটক অনুবাদেও রয়েছে তাঁর অনবদ্য ভমিকা। বাংলা নাটককে ঘিরে গভীর স্বপ্ন দেখেছেন অজিতেশ এবং সে স্বপ্নকে সার্থক করে তুলতে প্রতি মুহূর্তে পরীক্ষা-নিরীক্ষায় মগ্ন থেকেছেন তিনি। নাটক, নাট্য আন্দোলন ও বিশ্বের নাট্য আন্দোলনের গতিপ্রকৃতি সম্পর্কে তাঁর বিশ্লেষণ এখনও নাট্যকর্মীদের কাছে একটি শিক্ষণীয় বিষয় হিসেবে পরিগণিত হয়। বাংলা নাটক নিয়ে তাঁর মতামত ও স্বপ্নের কথা তিনি লিখেছেন বিভিন্ন পত্রপত্রিকায়। বাংলা নাটকের সংকট ও সে সংকট থেকে উত্তরণের পথ ঘিরেও রয়েছে অজিতেশের অত্যন্ত জরুরি কথাবার্তা। দেশি ও বিদেশি নাটক নিয়ে তাঁর বিশ্লেষণধর্মী লেখাগুলি যেমন নাট্যকর্মীদের কাছে বিশেষভাবে সমাদৃত হবে, অন্যদিকে সাধারণ নাট্য-অনুরাগী দর্শক ও পাঠকের কাছে খুলে যাবে অন্য দিগন্ত। |