Chandanapiri লেখক : সুব্রত মুখোপাধ্যায় পৃষ্ঠা : 208 প্রধানত আখ্যান লেখক এই লেখকের রচনা তথাকথিত ‘ফিচার’-এর বাইরে গিয়ে ভিন্নতর গদ্য ও বিষয় আস্বাদন এনে দেয়। বহু স্বনামখ্যাত, সাধুজন ও উচ্চতার মানুষের সঙ্গে একই পঙ্ক্তিতে বসেছেন তথাকথিত সাধারণ মানুষ নিয়ে। ফলে অনিবার্যভাবে এখানে দার্শনিক ভাবনা ও কল্পলোকের সমাবেশ ঘটে যায়। আর এসে পড়ে অবধারিত বিচিত্র জীবনযাপনের হরেক অনুভূতিমালা। একটি থেকে একাধিক ফুল দিয়ে মালা গাঁথা হয়ে আসার সেই কোন অর্বাচীনকাল থেকে। সেই ধারারই পথ বেয়ে একালের এক লেখক বুঝি খানিকনতুন রঙ্গে এইসব লিখনমালা রচনা করেছেন। পুরোনো ও নবীন কাল একত্রে উনুনে চেপেছে। ফলে বিচিত্রমিশ্র সুবাস উঠছে। ক্ষুধার্ত পাঠকের আসন পড়েছে। এখনই পাতা পড়বে। অন্ন ঢালা হবে চুড়ো করে। মাঝখানে গব্যঘৃত। সারি সারি ব্যঞ্জন ভাতের মন্দির ঘিরে। অন্নে হাত দেওয়ার আগেই প্রায় অর্ধভোজন। কেন-না সুঘ্রাণ বইছে চৌদিকে। দেশে এখন অদ্ভুত এক সন্ত্রস্ত আঁধার ঘোর করে আছে। আলোর জন্য প্রার্থনা ইদানীং নির্ভয় নয়। তারই মাঝে যদি কতকটা দুর্গন্ধী চামড়ার কারখানার অদূরে কিছু বুনোফুল ফুটে ওঠে তাতে ক্ষতি কী! |