Ratrir Jathor Theke লেখক : নন্দদুলাল আচার্য পৃষ্ঠা : 64 নন্দদুলাল আচার্যের জন্ম ১৯৪৭ সালে পুরুলিয়া জেলার মধুতটি গ্রামে। এ পর্যন্ত তাঁর কাব্যগ্রন্থ নয়টি। বেশ কিছু সাঁওতালী প্রেমগীতি মূল থেকে অনুবাদ করে প্রকাশিত করেছেন। ‘মিলুয়াকুড়ির গান। আঞ্চলিক কবিতার সংগ্রহটির নাম ‘হিড়িপ দিড়িপ মাদল বাজে বুকে’। রীতিমত নৈপুণ্যের সঙ্গে তিনি মিশিয়েছেন লোকজীবন ও ধ্রুপদী শব্দের সঙ্গে আধুনিকতাকে। এরই পাশাপাশি একইভাবে মিশিয়ে দিতে পেরেছেন তাঁর কাব্যনাট্যে মিথ বা পুরাণ কাহিনির কাঠামোর মধ্যে একালের দ্বন্দ্বজর্জর অস্তিত্বের সংকটকে। কাব্যনাট্য রচনাতে কবির কুশলতা, প্রশ্নাতীত। ‘রাত্রির জঠর থেকে’ কাব্য নাট্য সংকলনে রয়েছে সাতটি কাব্যনাট্য। এই কাব্যনাট্যের যাত্রা শুরু ইওলিথিক যুগের গুহা সভ্যতা থেকে। জঠরের অন্ধকার ভেদ করে মনস্ক পাঠককে তিনি একসময় পৌঁছে দেন রক্তিম উষার আলোয়। শরীরী এক মাত্রিকতায় নয়, প্রেমের বহুরৈখিকতায় এই সংলাপ কাব্যগুলি মহান হয়ে উঠেছে। রীতিমত নৈপুণ্যের সঙ্গে তিনি |