Tinti Marami Purnanga লেখক : উজ্জ্বল চট্টোপাধ্যায় পৃষ্ঠা : 144 কামসূত্রম্ বাৎস্যায়নের কামসূত্রম্-এর নবভাষ্য। কামতত্ত্ব শরীর ও মনকে পৃথক করে রেখেছে। এক মতাদর্শগত প্রভুত্বের জোরে নারীকে করে রেখেছে যন্ত্র। ভালোবাসার স্থান তাহলে কোথায়? ‘আরব্যরজনী’ নাটকে আর এক প্রভুকে দেখা যায়। এই প্রভু চায় কেবলমাত্র আধিপত্য প্রতিষ্ঠা করতে। বাজার থেকে সে গল্প-বলা দাসী কেনে এবং দাসীর গল্প পছন্দ না হলে সে দাসীকে ধর্ষণ করে খুন করার ইচ্ছা প্রকাশ করে। গল্প থেকে কান্না, কান্না থেকে আবার নতুন গল্প। রক্তের গল্প কি অন্তিমে মেলে হাহাকারের গানে? অপ্রাকৃতিক নাটকে প্রকৃতিকন্যা সুরমার বিবাহ হয় ভোগবাদী স্বার্থসর্বস্ব মোহিতের সঙ্গে। মোহিত পেশাদার নির্মাণ-ব্যবসায়ী। প্রকৃতির নির্মলতাকে ঘুচিয়ে বহুতল তৈরি করতে সে উদ্যোগী। সুরমার মানসিক ভারসাম্য নড়ে যায়। সুরমা যেন এক বন্দিনি জলকন্যা। মোহিত সুরমার মন বোঝে না, বোঝে আধুনিক মনোচিকিৎসা, নিজের আত্মসর্বস্ব চিন্তার ফাঁদে মোহিত বুঝি আর-এক উন্মাদ। |