Khanda Bikhanda Prakash Karmakar লেখক : শান্তি নাথ পৃষ্ঠা : 136 প্রকাশ কর্মকারের সৌন্দর্যচেতনা যেন এক নাশকতার ভিতরে শিল্পের প্রতিষ্ঠা। নদীর স্রোতে ভাসমান হাঙরের চোয়ালে যে রোদ্দুর তা-ই তাঁর কাছে জীবননিসর্গ। ঘৃণা-ক্রোধ-ভালোবাসা-জীবনকে ভোগ করার তীব্র আকাঙক্ষা সব মিলে এক হয়ে ভেঙে ভেঙে ছড়িয়ে পড়ার যে বিচিত্র রূপ, সেই রূপের কথক প্রকাশ কর্মকার। |