Hindu Jat Pat Padabir Bhaobisyat লেখক : নীলকণ্ঠ ঘোষাল পৃষ্ঠা : 96 হিন্দু সমাজ জাত-পাত-পদবির বিভেদমূলক প্রথাটি আমাদের জাতির ঐক্যের পথে প্রধান বাধা। তাই আমরা আজও দুর্বল। আমরা সেই আগামীকাল চাই-যখন হিন্দু সমাজে কোনো জাত-পাত-ভেদ থাকবে না। লেখক নীলকণ্ঠ ঘোষাল মূলত ঔপন্যাসিক ও গল্পকার হিসেবে পরিচিত হলেও গবেষণামূলক প্রবন্ধ রচনায় তাঁর আগ্রহ লক্ষ্য করা যায়। সম্প্রতি গবেষণামূলক উপন্যাস রচনায় ব্যস্ত। 'হিন্দু জাত-পাত-পদবির ভবিষ্যৎ' বইটি গবেষণামূলক প্রবন্ধের এক মূল্যবান সংকলন। |