Bangali Budhijibi O Bichhinatabad লেখক : অমলেন্দু দে
এই গ্রন্থ আধুনিক বাঙালি জীবনের ইতিহাস রচনায় এক মূল্যবান সংযোজন। যে কাঠামো গঠন করে ও পদ্ধতি অনুসরণ করে এই গ্রন্থের বিষয়বস্তু আলোচিত হয়েছে তা একান্তই লেখকের নিজস্ব। ইতিপূর্বে আর কোনো গ্রন্থেই এইভাবে অষ্টাদশ শতাব্দীর শেষার্ধ থেকে ১৯৪৭ খ্রিস্টাব্দে ভারত বিভাগের সময় পর্যন্ত বাঙালি হিন্দু-মুসলিম বুদ্ধিজীবীর ভূমিকা ও হিন্দু-মুসলিম সম্পর্ক আলোচিত হয়নি। লেখকের মতে, উচ্চ ও মধ্যবিত্ত শ্রেণির বাঙালি ভদ্রলোকেরা কেউ কেউ কৃষকের দুরবস্থা লাঘব করতে চাইলেও, তাঁরা কেউ এই ভূমি ব্যবস্থার আমূল পরিবর্তন করে কৃষকের স্বার্থে নতুন ভূমি ব্যবস্থা গঠনের দাবি করেননি। ১৯৪৭ খ্রিস্টাব্দে দেশভাগের সময় পর্যন্ত বাঙালি বুদ্ধিজীবীর এই মনোভাব লক্ষণীয়। বঙ্গদেশের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক জীবনের ওপর দৃষ্টি নিবদ্ধ রেখে বাঙালি বুদ্ধিজীবীর ভূমিকা ও হিন্দু-মুসলিম সম্পর্ক বিশ্লেষণ করা হয়েছে। সারা বাংলার প্রায় প্রতিটি প্রান্তর ঘুরে বেড়িয়ে জল, মাটি ও মানুষ সম্পর্কে যে প্রত্যক্ষ অভিজ্ঞতা লেখক সঞ্চয় করেছেন, তারই ফলে এই অসামান্য গ্রন্থটি রচিত হতে পেরেছে। |