100 Ti Premer Kabita
লেখক : জয় গোস্বামী
পৃষ্ঠা : 200
বিরাট কোনো কিছুর সামনে দাঁড়ালে মানুষ যেমন বিস্মিত ও নির্বাক হয়ে যায়, জয় গোস্বামীর কবিতা সমগ্রের সামনে দাঁড়িয়ে কবিতা পাঠকের তেমনই এক অভিজ্ঞতা হয়। মনের ভিতরে কেবলই এইসব প্রশ্নের জন্ম হতে থাকে; একি সত্য? একি অলীক? এমন অনর্গল, এমন অফুরান— মনে হয়, একি সম্ভব? একি স্বপ্ন? দীর্ঘ কবিতা যেমন চুম্বকের মতো টেনে রাখে, দু-লাইনের কবিতাও তেমন মনের ভিতরে মৌমাছির মতো গুনগুন করে সারাদিন। প্রেমের কবিতারও কী বৈচিত্র্য যে কবি লেখেন ‘ঝাউগাছের পাতা, তোমার বৃষ্টি এলে চুল ভেজানো চাই/ ঝাউগাছের পাতা, তোমায় তরুণরা সব নতুন লেখা দিক/ ঝাউগাছের পাতা, এবার চা খাবে না? বই নিয়ে বসবে না?/ ঝাউগাছের পাতা, তোমার মিত্রাদিদি ভালো তো শিলচরে?/ ঝাউগাছের পাতা, তোমায় সাগর দিলেন তলহারানো চোখ/ ঝাউগাছের পাতা, তোমার নতুন নতুন পুরুষবন্ধু হোক’ সেই কবিই আবার বলেন- ‘চুম্বনের স্বপ্ন দেখে ঘুম ভেঙেছে—/ ঠোঁটের ছোঁয়ায় কপাল ভেজা’। সেই কবিই আবার লেখেন ‘এসো আমার সীমান্তে, গায়ে গা লাগিয়ে বসো, এই একই/ বেড়ার কাঁটাতার আমার পিঠ তোমার পিঠ ফুড়ে দিয়ে/ আটকে রাখুক দুজনকে-’ সামান্য দু-লাইনের একটি প্রেমের কবিতার মধ্যেও এই কবি রেখে যান তাঁর প্রতিভার নির্ভুল স্বাক্ষর ‘আমার হাত ফস্কে প্রেম পড়ে গেল কুয়োর তলায়/ ঝুঁকে কিছু দেখা যায় না/ অন্ধকার থেকে তার মরণচিৎকার শোনা যায়।’ নানা ধরনের প্রেমের ১০০টি কবিতার সংগ্রহযোগ্য এক সংকলন, যা বারবার পড়ার পরেও বাকি থেকে যায়।
আকার (cm) : 16.2 (l) X 24.5 (b) X 2 (h)