He Noihshobdyo
লেখক : উমা মণ্ডল
পৃষ্ঠা : 80
কবিতা, নাকি কবির নির্জনতা প্রেম? চুপি চুপি রূপকথার মিঠে হাসি' কি প্লাবিত করে রাতের মন? নাকি নূপুর-নিক্কনে তরঙ্গ ওঠে অন্তরে ? মা কখনও যক্ষিণী হয়ে ওঠেন, কখনও-বা বহন করেন শবজন্মের ভার। কবির চোখে পৌরাণিক চরিত্ররা জীবন্ত হয়ে ধরা দেয় রোজনামচায়, কানে কানে বলে যায় ‘সৃষ্টি রহস্য’, ‘বুক থেকে খসে পড়ে সুধারস, যাপনের ইতিকথা'। কবি মগ্ন হন ঋতুচক্রে। আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, মাঘ – যে যার নিজের স্বরূপে তাঁর দোয়াতে গা ডুবিয়ে বসে। বাসি ফুলের চিরঘুমের মতোই শাশ্বত ধ্রুবতারার নীচে ঘটে যায় কোটি কোটি বাস্তবতা। মনের অন্দরমহলে শূন্যতা পাক খায়, ‘তুলসীতলার কাছে পোড়া সলতে' সাক্ষী হয়ে যায় বিগতদিনের। কলম বেয়ে নেমে আসে বিষণ্ণতা। মানুষের প্রতি করুণায় কবি বলেন, ‘ছেড়ে দাও ঈশ্বরের দূত মূর্খ প্রাণীটিকে’। রামায়ণের অহল্যা কান পেতে শোনে ‘ক্ষুধিত পাষাণ'-এর মৃদু আর্তনাদ। কবি নির্জনতার কাছে এসে নির্ভার হতে চান ‘নির্জনতা কাছে এসো আরও...'
আকার (cm) : 1.3 (l) X 14 (b) X 22 (h)