Hridoye Teish Not
লেখক : স্নিগ্ধদীপ চক্রবর্তী
পৃষ্ঠা : 64
‘ঝড়ের নিচে পাখি যেমন—তেমন হয়। সেই কথাটা বলতে গেলে এমন হয়’। স্নিগ্ধদীপ চক্রবর্তীর কবিতার অন্তঃস্থলে নিরন্তর বয়ে চলেছে এক ঝড়ের নদী। যে ঝড়ের নদী জানায়, ভালোবেসে একা একা, আরও একা হয়ে যায়/কবি’, ‘রাত-পাখির আকাশ-ঝাড়া দেহাতি পাখসাটে/ ষাঁড়াষাঁড়ির বান নেমেছে মনোনদীর ঘাটে। তবে অস্থিরতার ভাষাকে কবিতায় সুস্থিতভাবে উপস্থাপন করার কৌশল রপ্ত করেছেন স্নিগ্ধদীপ। হৃদয়ের কথা বলার জন্যই কবিতা। নাকি বলা যায় যে যন্ত্রণা হৃদয় উথাল-পাতাল করে, তারই জন্য কবিতার কাছে আশ্রয় নেওয়া, মূলত প্রেমের কবিতা লিখেছেন এই কাব্যগ্রন্থের কবি। মূলত যন্ত্রণার কবিতা লিখেছেন স্নিগ্ধদীপ। সে যন্ত্রণা সংক্রামিত হবার কথা অনুভবী পাঠকমহলে। মায়াময় এবং গোপন যন্ত্রণার উৎসস্থলে কখনো-কখনো ‘নির্মম’ খেলা চলে যৌনতার। এলিয়ট পার্ক-এর অভিজ্ঞতায় কবি লিখছেন, ‘উষ্ণায়নে ভেজা/ অকুস্থলে বেজায়/ ব্যথা বাড়ে’। তারুণ্যের নিজস্ব সৌন্দর্যে তাঁর কবিতা আলাদারকম ভাবে আবেদন নিয়ে আসে। রাজনীতি নিয়ে তাঁর উচ্চারণ, ‘রাজনীতি হৃদয়ের ঊর্ধ্বে কিছু নয়। রাজনীতি হৃদয়ের ঊর্ধ্বে নয় বলে/ এখনও মানুষ-ই মানুষের সৌহার্দ্যপ্রবণ’।
আকার (cm) : 14.4 (l) X 22 (b) X 1.2 (h)