Swayang Kandarpa Durgadas
লেখক : শচীন দাশ
পৃষ্ঠা : 144
বাংলা চলচ্চিত্রের নির্বাক ও সবাক যুগের একচ্ছত্র নায়ক এবং সে যুগের পেশাদারি মঞ্চের সুদর্শন, কল্পকান্তি ও খ্যাতিমান রোমান্টিক অভিনেতা দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় অচিরেই শিরোপা পেয়েছিলেন ‘ডগলাস ফেয়ারব্যাঙ্কস অব দ্য ইস্ট’ নামে। নিজে ছিলেন আর্ট কলেজ থেকে পাশ করা স্বীকৃতশিল্পী। প্রথম জীবনে নির্বাক ছায়াচিত্র ও মঞ্চের দৃশ্যপট এঁকে সেকালের অনেক শিল্পীরসিকদের নজরে পড়েছিলেন। পরে সেখান থেকেই মঞ্চও নির্বাক যুগের চলচ্চিত্রে আর্বিভাব। এবং আরও পরে নির্বাক ও সবাক ছায়াছবি ছাড়াও পেশাদারি মঞ্চের তিনিই হয়ে উঠেছিলেন একচ্ছত্র নায়ক। দর্শক তাঁর নামে জয়ধ্বনি করত। ভিড় জমাত টিকিটের লাইনে। মঞ্চের অভিনয় শেষ হলেও দর্শক বসে থাকত তাঁর দেখা পাওয়ার জন্য। এমনকি তাঁর সান্নিধ্যের অপেক্ষায় থাকত যুবতি থেকে মহিলারাও। আর থাকত সাহায্যপ্রার্থীরা। কিন্তু তাঁর এই হয়ে ওঠার পেছনের কাহিনি! চলচ্চিত্রের বর্ণনা লেখা ও দৃশ্যপট আঁকার জন্য চিত্রশিল্পী হিসেবে ম্যাডান থিয়েটারে যোগ দেওয়ার পর সেখানেই তাঁর কন্দর্পকান্তি রূপ ও সুকণ্ঠের পরিচয় পেয়ে সেকালের প্রখ্যাত নট নরেশচন্দ্র মিত্র অভিনেতা হিসেবে তাঁকে পাদপ্রদীপের আলোয় নিয়ে আসেন। কিন্তু সে বড়ো কঠিন সংগ্রামের এক ইতিহাস। সেকালের নীল রক্তের আভিজাত্যের এক রক্ষণশীল জমিদার পরিবার থেকে বেরিয়ে কী করে তিনি এই যুদ্ধজয় করলেন, কী করেই বা হয়ে উঠলেন একজন জাত শিল্পী এবং কীভাবেই বা তৈরি করলেন অভিনয়ে তাঁর নিজস্ব এক ঘরানা-তারই পেছনের যন্ত্রণাদগ্ধ হয়ে ওঠার না-বলা কাহিনি নিয়েই এই গ্রন্থ ‘স্বয়ং কন্দর্প দুর্গাদাস’।
আকার (cm) : 14 (l) X 22 (b) X 1.3 (h)