Swadesh Amar Swadesh লেখক : অর্ভিন ঘোষ পৃষ্ঠা : 272 আমেরিকাবাসী সাহিত্যিক ড. অর্ভিন ঘোষের এই ভ্রমণ কাহিনি যেমন রম্যরচনার সুখপাঠ্যতা বহন করে আনে, তেমনই অভিবাসীর দৃষ্টিভঙ্গিতে আমাদের দেশকে নতুন করে চেনায়। সুদীর্ঘকাল বিদেশে থাকার ফলে অর্ভিন ঘোষ যে দেশকে নতুন করে আবিষ্কার করার সুযোগ পেলেন তার পুরোপুরি সদ্ব্যবহার করেছেন এই গ্রন্থে। সুদীর্ঘকাল আমেরিকা যুক্তরাষ্ট্রে অভিবাসী হিসেবে থাকার ফলে যখনই তিনি সুযোগ পেয়েছেন তখনই আমেরিকা যুক্তরাষ্ট্রের জীবনযাত্রার সঙ্গে ভারতের জীবনযাত্রার তুলনা করেছেন। ফলে দুই দেশের সমাজজীবনের যে চিত্র ফুটে উঠেছে তা যেমন হৃদয়স্পর্শা তেমনই জ্ঞানপূর্ণ। এই গ্রন্থে অর্ভিন ঘোষ শুধুমাত্র ভারতের বিভিন্ন রাজ্যই দেখেননি, তিনি দেখেছেন তার মানুষ ও তাদের দৈনন্দিন জীবনপ্রবাহ। তিনি আলাপচারী হয়েছেন যেমন সাধারণ ও অপরিচিত মানুষের সঙ্গে, তেমনি আলোচনায় ব্যাপৃত হয়েছেন বহু চিন্তাবিদ ও বুদ্ধিজীবী মানুষের সঙ্গেও। তিনি দেখেছেন শত দারিদ্র্য ও নিষ্পেষণের মধ্যেও ভারতের ভবিষ্যৎ উজ্জ্বল। ভারতের উজ্জ্বল ভবিষ্যতের সম্ভাবনা সামনে রেখে তিনি এই গ্রন্থ সমাপ্ত করেছেন।
|