Sei Benchitar Khnoje
লেখক- কৌশিক সেন
পৃষ্ঠা- 48
কবি মাত্রই পর্যটক, কিন্তু অনেকক্ষেত্রেই আদতে নির্বাসিত। পৃথিবীর নানান পান্থশালার দিকে তিনি হেঁটে চলেন, নিশিযাপন করেন। কিন্তু হাঁটতে হাঁটতে ক্লান্ত পথিকের কখনও প্রয়োজন পড়ে বিশ্রামের। তিনি সন্ধান করেন সেই লোহার বেঞ্চিটার, যার সঙ্গে জড়িয়ে আছে তাঁর হারানো দিনগুলির স্মৃতি। ঢাকুরিয়া লেকে পড়ে থাকা কোনো মেঘলা আকাশের একলা ছায়া। যার পাশে দাঁড়িয়ে আছে বেঞ্চিটা। শূন্য এখন। অপেক্ষমান। কিন্তু পথ বেঁকে গেছে অন্যদিকে। পথিককে টেনে নিয়েছে অন্য জীবন। তবু ফিরে ফিরে ঘুরে ঘুরে আসে সেইসব দিন, লোহার বেঞ্চিটা সেই দিনগুলির প্রতীক। অলিগলি থেকে প্রকাশ্য রাজপথ, ছড়িয়ে থাকে জার্নি। অর্থহীন জীবনের জার্নি। একান্ত ব্যক্তিগত, স্ব-অধীন।