Susongbad Kinte Jabo
লেখক : বিপ্লব গঙ্গোপাধ্যায়
পৃষ্ঠা : 64
কবি জানিয়েছেন, বাবা-মা যে রাস্তায় তাঁকে হাঁটতে বারণ করেছিলেন, তিনি সেই বারণ না শুনে অন্যপথে হেঁটেছেন, যদিও ভুলপথ গলিপথ তিনি এখনও চেনেন না, কারণ, তাঁর অকপট স্বীকারোক্তি বাবা আর মায়ের পৃথিবীতে / আমি দেবদূত হতে চাইনি কখনও। বারবার রাস্তা বদল করে তিনি ব্যক্তিগত ‘আলোকসরণি’ খুঁজেছেন ‘স্বাতন্ত্রবোধে’র তাগিদ থেকে। চিত্রকল্প রচনায় এই কবির ঈর্ষণীয় দক্ষতা। ‘রাস্তা জুড়ে সীতার স্মারক/ বাঁকা ক্লিপ, নীল ফিতে, ভাঙা সেফটিপিন।/ বিষন্ন ওড়নাটুকু লটকে আছে দিগন্তের গায়ে।’ যন্ত্রের চিৎকারে কর্মব্যস্ততায় দিন কাটলেও কবির কবিতা রচনার কোমল সংবেদনশীল মনটি আজও হারিয়ে যায়নি, বরং তাঁর কবিতা ক্রমশই আরও টানটান সুন্দর হয়ে উঠেছে ফুটবলের গায়ে লেগে থাকা রোদ / জানলায় উঁকি মারা লাজুক রোদ / স্কুল ফেরত বাস থেকে নেমে পড়া রোদ / ওরা সবাই দূরের কোনো অফিসে কাজ করে।/ কেবল একটি রবিবার থাকে বিকেল দেখার।’ কবি সুসংবাদ কিনতে যাচ্ছেন, সঙ্গে নিয়ে যেতে চান তাঁর সঙ্গী-সাথি- প্রিয়মুখ সবাইকে। আমরাও কবির সঙ্গে বহুদূর শুভেচ্ছাসফরে যেতে চাই।
আকার (cm): 14.5 (l) X 22 (b) X 1.3 (h)
 
             
               
               
                  