Samudra Utsav
লেখক : মৌসুমী গুহরায়
পৃষ্ঠা : 112
কবি পেশায় চিকিৎসক। কবিতাগুলি গদ্যে লেখা। ছোটো ছোটো বাক্যে। বাক্যগুলি কখনও গদ্যের মতো পাশাপাশি সাজানো, আবার কখনও কবিতার মতো একটির নীচে আর- একটি। এর সঙ্গে জীবনানন্দীয় কাব্যভাষা মিশিয়ে অভিনবত্ব আনতে চেয়েছেন। ফলত এক নতুন কাব্যভাষা সৃষ্টি করতে পেরেছেন। যেমন, ‘কাল রাতে চারটে অবধি আধশোয়া।/ চেয়ারে।/ গভীর ঘুম মাঝে মাঝে ভেঙে গেছে। / ভোরবেলায় বিছানায়।/ সাতটায় ঘুম ভেঙেছে।/ সাড়ে সাতটায় উঠেছি।/ বাথরুম, স্নান সেরে লেখার টেবিলে।/ জীবনানন্দের কিছু কবিতা।/ করুণ কাকের ক্লান্ত ডাক শুনিয়াছে।/ সে কত শতাব্দী আগে ডেকেছিল।/ তাহারা যখন।’ মৎস্যকন্যা ও অরণ্যকন্যা কবির বিশেষ ভাবনা। কবির নিজের ভেতরে যেন দ্বৈতসত্তা। মৎস্যকন্যা গান গায়। কবিতাপাঠ করে। ধীবর হিংসে করে কুৎসিত চ্যাঁচ্যায়। অরণ্যকন্যা পাথরের মাথায় জেগে ওঠে। অরণ্যকন্যা সজীব, সবুজ, জীবন্ত। এঁটুলিরা জবরদখল করতে চায় বাড়িঘর, বিদেশে থাকা তরুণ। তারা গাঁয়ে মানে না আপনি মোড়ল। অরণ্যকন্যা সবুজ। অরণ্যকন্যা সজীব প্রাণ। প্রতীক ও অ্যালিগোরির মাধ্যমে কবি তার মনোজগতের দুর্গম প্রদেশের অবয়বহীন অস্পষ্টতাকে মূর্ত করে তুলতে চেয়েছেন।
আকার (cm) : 14.2 (l) X 21.6 (b) X 1.2 (h)