Shikare Legeche Ashru
লেখক : চন্দন ঘোষ
পৃষ্ঠা : 64
‘শিকড়ে লেগেছে অশ্রু, বেদনার শীৎকার হাওয়ায় / আধোচেনা অন্ধকারে অবিরাম পাড় ভেঙে যায়’ -এই বইটির ৫৬টি কবিতা জুড়ে কবি চন্দন ঘোষ বোধের শিকড়ে লেগে থাকা অচেনা অশ্রুবিন্দুদের ব্যথাময় উচ্চারণকে ছুঁতে চেষ্টা করেছেন—কখনও প্রিয় ছন্দে, কখনও অন্ত্যমিল সরিয়ে, কখনও সমকালীন, কখনও চিরকালীন বিষয়ে। শব্দ দিয়ে স্পর্শ করতে চেয়েছেন বামিয়ানের হাজারা শিশুদের বা ‘জেন’এর পরম উপলব্ধি ‘সটোরি’কে। বিচিত্র অনুষঙ্গের কোলাজ আঁকতে চেয়েছেন তিনি শব্দের সুতোয়। মৃত্যু এসেছে জীবনের ভাঁজে লুকিয়ে থাকা রহস্যের মতো, সম্পর্কেরা খেলেছে সহজিয়া সুরে। ‘অরণ্য কখনও দেখেছে কি/ আদরে সমগ্র পুড়ে যাওয়া’-প্রেমে পেতে চেয়েছেন দহনের অনিবার্য আনন্দ-ও তুষ-আগুন, পোড়াস আমায় পুড়ি'। কবির নিজেরই অন্য এক কবিতার ভাষায় তাই জীবন নামক প্রিয়তম ঘাতকের জন্য কবি যেন হাসির পেয়ালায় নীল অশ্রুজল নিয়ে বসে রয়েছেন। হাসির পাত্তরে সাজিয়েছি / দুই পেগ নীল অশ্রুজল / ঘাতকের সাথে বসে যূথ-বিষপান / একমুঠো সোহাগ সম্বল।’
আকার (cm) : 14.5 (l) X 22 (b) X 1 (h)