Megh Roddur Nilakash
লেখক : আরণ্যক বসু
পৃষ্ঠা : 64
বাসের জানলা থেকে হঠাৎ দেখা কোনো নামহীন পাহাড়, নিজস্ব ছাদের দিকভুল আকাশ, ঝিলের জল ছেড়ে কয়েকটা পানকৌড়ির ডানার উল্লাস, মালভূমির মাথায় নেমে আসা মাঝরাতের ডানার উল্লাস, মালভূমির মাথায় নেমে আসা মাঝরাতের পথভোলা নীলতারা অথবা টেবিলের অন্যপ্রান্তে বিরল আলোর বৃত্তে মোমশিখার মতো নারী—এইসব আপাত- তুচ্ছ বিষয় ও বিস্ময়। কখনো এ-শহর ছেড়ে এক দৌড়ে পালানোর জন্যে দূরপাল্লার বাসে। কখনো নগরসভ্যতার মুগ্ধতা ও স্বপ্ন ভেঙে কাঙালের মতো ছুটে যাওয়া ছেলেবেলার ডালফোড়ন আর ফুটন্ত ভাতের গন্ধের কাছে, আকাশপ্রদীপের নীল আলোর কাছে। ফিরে যাবার আকুল প্রার্থনা হারিয়ে যাওয়া বন্ধুর কাছে। এই নিয়েই কবিতা, অকবিতা আর স্বপ্ন ও স্মৃতির সড়ক ধরে উদভ্রান্তের মতো হেঁটে যাওয়া। এই নিয়েই মেঘ, এই নিয়েই রোদ্দুর, এই নিয়েই নীলাকাশ। এই কাব্যগ্রন্থের পাতায় পাতায় কখনো উপনিষদ, কখনো শেক্সপীয়র, মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, অতুলপ্রসাদ সেন অথবা কবি সঞ্চয় ভট্টাচার্যের কাব্য থেকে উদ্ধৃতি ব্যবহার করা হয়েছে। তাই বিনম্র কৃতজ্ঞতা।
আকার (cm) : 14.2 (l) X 22 (b) X 1 (h)