Marco Polor Bhraman Brittanto 2020
লেখক : অমর মিত্র
পৃষ্ঠা : 216
আচমকা সব নগরের দুয়ার বন্ধ হয়ে যেতে, লকডাউন ঘোষণা হতে ভেনিসীয় ভূ-পর্যটক মার্কো পোলো নিজ দেশ নিজ নগরের উদ্দেশে যাত্রা শুরু করেন। তখন সকলেই ঘরে ফেরার পথে। মহাসড়ক কম্পিত হচ্ছিল বিপন্ন ক্ষুধার্ত মানুষের পদভারে। ভেনিসের পথে ভূ-পর্যটক একের পর এক নগর, রাজপথ, গ্রাম নদী পার হয়ে যেতে থাকে। তার ভ্রমণ যেন ৭০০ বছর বাদে পৃথিবীর পথে পুনর্যাত্রা হয়। যাত্রা পথে পশ্চিমের নিউইয়র্ক থেকে পুবের ঢাকা নগরী পার হয়ে যান মার্কো। এসে পৌঁছন প্রাচীন তাতার দেশের সেযান নদীর তীরে সেযান নগরে। অদ্ভুত এই নগরে বোধহয় ভাইরাস প্রবেশ করেনি। সেযান নগরের মেয়র মার্কোর কাছে শুনতে চান পৃথিবীর খবর। কোভিড-১৯ ভাইরাসে বিপন্ন মানুষের কথা মার্কো বলতে থাকে সাংবাদিক জয়িত্রীকে। সে মার্কোর কথা প্রতিদিনই পাঠিয়ে দেয় মেয়রের কাছে। তার প্রেমিক অ্যালেক্স ইকুয়েডরের এক শহরে গৃহবন্দি হয়ে আছে। ফিরতে চায়। ফিরতে পারে না। এই ভ্রমণ বৃত্তান্ত একই সঙ্গে লিপিবদ্ধ করেছে মহামারির দিনগুলির বিবরণ, এবং তাকে দিয়েছে এক নতুন আখ্যানের রূপ। যে অতিমারি পার হয়ে যাচ্ছে পৃথিবী, এই বৃত্তান্ত তার এক বিশ্বস্ত দলিলও নিশ্চয়।
আকার (cm) : 14.5 (l) X 21.6 (b) X 1.6 (h)