Mangsashi Gaan
লেখক : পাপড়ি গুহ নিয়োগী
পৃষ্ঠা : 72
স্বতন্ত্র স্বর। ভিন্ন দৃষ্টি। কুয়াশাহীন উচ্চারণ। আদ্যন্ত কবিতায় যাপন। সকাল থেকে রাত কবিতার সঙ্গেই সংসার। পাপড়ি কবি, আক্ষরিক অর্থেও। ম্যাজিশিয়ান যেমন টুপির ভেতর থেকে বের করে আনেন সাদা পায়রা, পাপড়ি বের করে আনেন খুন, ধর্ষণ, স্বেচ্ছাচারিতার ভিতরের কল্পনা। দৈনন্দিন জীবন থেকে আহার-নিদ্রা-মৈথুন, স্বপ্নকল্পনা থেকে অতি বা পরাবাস্তবতার ভেতর ধরা দেয় কবি। আবার চোখ বন্ধ করলেই বিভীষিকা থেকে প্রতিবাদ। রূপক থেকে শব্দ, ভাব থেকে কবিতার এক্সিকিউশন, নতুনত্বের ছোঁয়া সবেতেই। কবির চিরকালীন প্রেম অন্বেষণ—‘শরীরের প্রতিটি শিরা কেটে দেখেছি প্রেম কোথায় থাকে’, প্রেম খুঁজতে খুঁজতে আদতে উপলব্ধি হয় ‘প্রেম আসলে মরীচিকা’। অথবা সমাজের নিছক চারিত্রিক অধঃপতন ধ্বনিত হয়— ‘রাত বাড়ে/ ক্রমাগত শিরদাঁড়া বিক্রি হয়’। সেই বিক্রি-হওয়া শিরদাঁড়াগুলোই কি দুর্নিবার হয়ে ওঠে, তাই কবি লেখেন, ‘এঁটো ঠোঁট ছিঁড়ে খায় লাল গোলাপ?’ বাংলা কবিতার জগতে প্রচলিত উচ্চারণ কিছুটা ভিন্নভাবে উচ্চারিত হয়েছে কাব্যগ্রন্থ 'মাংসাশী গান’-এ।
আকার : 21 (h) × 15 (w) × 1 (d)