Bhramon Omnibas লেখক : নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায় পৃষ্ঠা : 352 ভ্রমণবিলাসী মানুষ কাছে-দূরে ঘুরে এসে লিখে ফেলছেন ভ্রমণবৃত্তান্ত। সে সব ভ্রমণবৃত্তান্ত পড়বার পাঠক নিতান্ত কম নয়। লঘু বিনোদন-সর্বস্ব সে সব ভ্রমণবৃত্তান্তের পাশাপাশি দুর্লভ অভিজ্ঞতা সমৃদ্ধ মনস্ক ভ্রমণসাহিত্যের একটি ক্ষীণ ধারা আজও বাংলা সাহিত্যে বহমান। এই ধারারই লেখক নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়। ‘ভ্রমণ অমনিবাস-১’, গ্রন্থটিতে নর্মদাকে লেখক দেখেছেন তাঁর বহুমাত্রিক জীবনবোধ দিয়ে। শুধু তীর্থক্ষেত্রের বর্ণনা অথবা প্রকৃতির সৌন্দর্য বর্ণনাতেই সীমায়িত হয়নি তাঁর লেখার পরিসর। নর্মদা এবং নর্মদাকে ঘিরে বেঁচে থাকা সভ্যতার ইতিহাসকে পুঙ্খানুপুঙ্খ ভাবে নিরীক্ষণ ও বিশ্লেষণ করেছেন লেখক। নর্মদার উৎস, তার উৎপত্তির ইতিহাস জানাতে গিয়ে বিস্তর গবেষণা করেছেন লেখক। ভারতীয় পূরাণ ও লোককথার অজস্র উদাহরণ সহযোগে নর্মদা ও নর্মদাকেন্দ্রিক সভ্যতাকে নিপুণ দক্ষতায় বর্ণনা করেছেন লেখক। ভারতের প্রধান দুটি রাজ্য মধ্যপ্রদেশ ও গুজরাট দিয়ে বয়ে চলা গভীর নর্মদার দুই পাশে অজস্র তীর্থধামের বর্ণনার পাশাপাশি সাধারণ লোকজীবনের সুখ-দুঃখ, ভালবাসা-যৌনতা, শোক-আনন্দ, বঞ্চনা-দ্রোহকেও সমান গুরুত্ব নিয়ে উপস্থাপন করেছেন তিনি। প্রত্যক্ষ অভিজ্ঞতার সঙ্গে সাহিত্যবোধ ও ইতিহাস-চেতনা বইটিকে একটি নির্দিষ্ট উচ্চতায় পৌঁছে দিতে সমর্থ হয়েছে। ভ্রমণসাহিত্যের রসজ্ঞ পাঠক এই বইটি থেকে নর্মদা এবং তার বয়ে চলা সুদীর্ঘ সময়ের ইতিহাস, লোকগাথার কথা যেমন জানতে পারবেন, তেমনি রচনাশৈলীর বিশেষ গুণে মানসিক তৃপ্তির স্বাদও অনুভব করবেন। আকার (cm) : 14 (l) X 22 (b) X 2.2 (h) |