Bhin Gayer Kathati
লেখক : রফিক উল ইসলাম
পৃষ্ঠা : 66
খুবই আড়ালে, একার সঙ্গে একা বসে রফিক উল ইসলাম তাঁর কবিতার পৃথিবী গড়ে তুলেছেন। তাঁর সমকালীন কোনো কবির সঙ্গে জাত- গোত্রে মিল নেই, খুবই নীচু স্বরে, প্রায় স্বগত সংলাপে বোধ ও বেদনার নিবিড় অনুভব ও উপলব্ধি শব্দের শূন্যপাত্রে ভরে দিয়েছেন। তাঁর কবিতা পড়তে হবে একা একা, আর ভাবতেও হবে একা একা। এই একটা চরিত্র, আর তা একজন কবিরই হতে পারে, হতে থাকে। আশির দশকের এই কবির জনপ্রিয়তা সাধারণ্যে আসেনি, তিনি তা চাননিও। কিন্তু চেয়েছেন নিবিষ্ট পাঠক, সমানধর্মী না হোক, সমদরদি। 'ভিন গাঁয়ের কথাটি' তাঁর শোক এবং সম্ভার থেকে উঠে আসা ব্যক্তিতন্ময় স্বরক্ষেপণ যা আড়ি পেতে শুনতে হয়।
আকার (cm) : 14.5 (l) X 22 (b) X 1.2 (h)